মেসেঞ্জারে এলো নতুন ফিচার, আনসেন্ড ফিচার। পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে এই ফিচারটি। কয়েকজন ব্যবহারকারী এটা দেখেছেন এবং স্ক্রিনশট তুলে রেড্ডিটে দিয়েছেন। খবর গেজেটস নাউয়ের।
স্ক্রিনশটে দেখা যায়, আনসেন্ড ফিচারের দুটি অপশন সেখানে রয়েছে। এর মধ্যে একটি ‘রিমুভ ফর এভরিওয়ান’ এবং অন্যটি ‘রিমুভ ফর ইউ’। এই দুটি অপশনের যেকোনও একটি ব্যবহার করে ব্যবহারকারী তার মেসেজটি মুছে ফেলতে পারবেন। তবে ‘রিমুভ ফর এভরিওয়ান’ ফিচারটি ব্যবহার করে প্রাপকের ইনবক্স থেকে মেসেজ মুছে ফেলা যাবে।
গেজেটস নাউয়ের ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চলছে। এতে সফলতা পাওয়া গেলে দ্রুতই সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য এটা চালু করা হবে।
এছাড়া মেসেঞ্জারে নতুন আরেকটি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে ফেসবুক।
ইতিমধ্যে এটা নিয়ে কাজও শুরু করেছে তারা। নতুন এই ফিচারের নাম ‘ডার্ক মুড’। বর্তমানে অ্যান্ড্রয়েডে এটা পরীক্ষামূলকভাবে চলছে।
এর আগে গত বছর আইওএসে এর পরীক্ষামূলক ব্যবহার চালু হয়েছিল। এটা মূলত এমন একটি ফিচার যার মাধ্যমে নতুন রূপে সাজবে মেসেঞ্জার। বর্তমানে আমরা মেসেঞ্জারে বার্তা পাই ভিন্ন একটি রঙে এবং বাকি জায়গাটি থাকে সাদা। কিন্তু ডার্ক মুড চালু হলে টেক্সট বা বার্তার রঙ সাদা হবে এবং বাকি জায়গার রঙ হবে কালো। এক্ষেত্রে বিভিন্ন আইকনকেও ভিন্ন রূপ দেওয়া হবে।
The post মেসেঞ্জারে চালু হলো ‘আনসেন্ড’ ফিচার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া