একসময় নকিয়া ছাড়া আর কোনও ব্র্যান্ডের ফোন কেনার কথা কেউ তেমন চিন্তা করতো না। মূলত মজবুত, টেকসই ও প্রচুর ফিচারসমৃদ্ধ ফোন বাজারে এনে ফিনল্যান্ডের কোম্পানিটি সবার মন জয় করেছিল। এইবার ফিচার ফোন বাজারে নতুন করে থাবা বসাতে নতুন ফোন লঞ্চ করল এইচএমডি গ্লোবাল। কোম্পানির নতুন ফিচার ফোনের নাম নকিয়া ১০৬ (২০১৮)।
২০১৩ সালে লঞ্চ হওয়া নিয়া ১০৬ ফোনের আপডেটেট ভার্সান এটি। এইচএমডি গ্লোবাল জানিয়েছে একবার চার্জে নকিয়া ১০৬ (২০১৮) ফোনে ২১ দিন স্ট্যান্ডবাই আর ১৫ ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
নকিয়া ১০৬ (২০১৮) ফোনে একাধিক গেম প্রি-লোডেড থাকবে। এছাড়াও এই ফোনে ২ হাজার কনট্যাক্ট আর ৫০০ টেকস্টমেসেজ সেভ করে রাখা যাবে।
The post ২১ দিন ব্যাকআপ নিয়ে ফিরে এল নকিয়া? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া