বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক দেখাবো যেটা দেখে আপনি আপনার কম্পিউটারকে আরো অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং যে দেখবে সে বলবে আমাকে এটা শিখাও হ্যাঁ বন্ধু আসলেই সত্যি কথা এই ট্রিকটি কাজে লাগালে আপনার কম্পিউটার আসলে অনেক সুন্দর হয়ে যাবে
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসলে আমরা সবাই সুন্দরের পূজারী যেকোন কেউ তার নিজস্ব পার্সোনাল কোন কিছুকে সুন্দর ভাবে দেখতে চাই তাই অনেকে সুন্দরের জন্য অনেক কিছু করে তাকে তো চলুন আজকে আমরাও কিছু করে দেখি নিজের পার্সোনাল কম্পিউটার টি জন্য আমরা কি করবো সেটি আগে একটু স্ক্রিনশট এর মাধ্যমে দেখে নিন নিচে স্ক্রিনশট দেওয়া আছে
হয়তো এতক্ষণে বুঝে গেছেন যদি না বুঝেন সমস্যা নাই আমি আছি না লক্ষ করে দেখুন আমার ড্রাইভ এর আইকন গুলো আর এক ধরনের হয়ে গেছে দেখুন আমার ড্রাইভের আইকন গুলোকে কত সুন্দর লাগতেছে এর জন্য কোন টাকা পয়সা খরচ করতে হয় নাই কোন সফটওয়্যার ডাউনলোড করতে হয় নাই কোন কোড লিখতে হয় নাই
আমি যেগুলো করছি সেটা হচ্ছে শুধুমাত্র কয়েকটি ফটো আপনি চাইলে আপনার কম্পিউটারে এরকম করতে পারেন তাও একদম ফ্রিতে আর যদি আপনার মন চাই তাহলে আপনার ফটো ইউজ করতে পারেন কোন সমস্যা নাই শুধুমাত্র আপনার ফটোটি কে ফটো থেকে আইকনে কনভার্ট করতে হবে
তো চলুন আর দেরি না করে কাজের দিকে অগ্রসর হয়
প্রথমে নিচের দুটি ফাইল আছে প্রফাইল 2টা ডাউনলোড করুন
একটা লিঙ্কে অটোরান আছে আরেকটাতে আইকন গুলা আছে দুইটা পাইলেই ডাউনলোড করুন
আইকন ফোল্ডারে 500 মত আইকন আছে
আর অটোরান ফোল্ডারে একটি মাত্র অটোরান আছে আপনি যদি সমস্ত ড্রাইভ এর আইকন গুলো চেঞ্জ করতে চান তাহলে কষ্ট করে অটোরান টি যত খুশি ততো কপি করে নিতে পারেন
http://bit.ly/2AovQj0
http://bit.ly/2Sx15PN
ডাউনলোড করার পরে ফাইল দুটা একসাথে করুন এরপর আপনি যে ড্রাইভের আইকন চেঞ্জ করবেন ওই ড্রাইভের জন্য একটি আইকন বাছাই করুন আইকন ফোল্ডার থেকে
তারপর আপনার পছন্দের আইকনটি আর অটোরানটি একসাথে কপি করুন কপি করার পরে আপনি যে ড্রাইভ এর আইকন চেঞ্জ করবেন ওই ড্রাইভে পেস্ট করে দিন মোটামুটি আপনার এক ধাপ শেষ এরপর অটোরান টির উপর ডাবল ক্লিক করুন দেখবেন ওপেন হয়ে যাবে এর পরে দেখুন তিনটি নাম আছে তিনটি নামের মধ্যে শেষে যে নাম টি আছে ওই নামটির মাঝখানের অংশ এডিট করুন যেমন
[autorun]
open=autorun.exe
icon=your icon name.ico
Example
[autorun]
open=autorun.exe
icon=imac.ico
তারপর শুধুমাত্র সেভ করবেন এরপর কম্পিউটার টি একবার রিয়েস্টাট দিন দেখুন ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে
আপনার সুবিধার জন্য নিচে আমি স্ক্রিনশট করে দিয়ে দিচ্ছি যাতে আপনি আরো সহজভাবে বুঝতে পারেন সেজন্য
যথা সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপরও যদি না বোঝেন কোন সমস্যা নাই আমি আছি আপনার যদি টিউমেন্ট করে বলেন যে ভাই আমি বুঝতেছি না একটা ভিডিও করে দেন তাহলে আমি অতি শীঘ্রই ভিডিও করে আপনাদের কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব
আর আপনি যদি নিজের ছবি দিয়ে করতে চান তাহলে নিচে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার যে কোন একটি ফটো আপলোড করুন আপলোড করার পরে একদম ওপরের ঘরে 128×128 দিয়ে দিন এরপর কনভার্ট এ ক্লিক করুন দেখবেন আপনার ফটোটি আইকন ফরম্যাট হয়ে গেছে এখন আপনার ওই ফটোটি যে কোন ড্রাইভ এ সেট করতে পারবেন ধন্যবাদ
http://bit.ly/2AovRn4
আপনাদের জন্য কষ্ট করে এত কিছু লেখালেখি করি কিন্তু আপনারা আমাকে টেকটিউনসে ফলো করেন না সেটা কিন্তু খারাপ লাগে তো চলুন দেরি না করে সবার ওপরে আমার ফটোর পাশে একটি ফলো বাটন আছে ওই ফলো বাটনে ক্লিক করে আমাকে ফলো করে রাখুন
র্সোস লিংক
খবরটি টেকটুইটস থেকে নেওয়া