স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো না হলে গান শুনে মজা পাওয়া যায় না। সংগীতপ্রেমীরা তাই কেনার ক্ষেত্রে উন্নত মানের স্পিকারই চান। বর্তমানে বাজারে দাম অনুযায়ী নানা কনফিগারেশনের স্পিকার পাওয়া যায়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) বাজারে নিয়ে এসেছে মাইক্রোল্যাব ব্র্যান্ডের মাইক্রোল্যাব বোতল ওয়াইন স্পিকার । স্পিকারটি দেখতে যেমন সুন্দর আর সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম মানের । টানা গান শুনলেও বিরক্ত লাগবে না। যারা ক্ল্যাসিকাল মিউজিক শোনেন ও মুভি দেখেন তাদের জন্য স্পিকারটি কাজের।
মাইক্রোল্যাব বোতল ওয়াইন স্পিকার: সাউন্ডে প্রিমিয়াম ফিল
#এই ভিড়িওটি যে সব থেকে বেশি শেয়ার করবে তার জন্য রয়েছে মাইক্রোল্যাব এর সৌজন্যে আকর্ষণীয় উপহার#স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো না হলে গান শুনে মজা পাওয়া যায় না। সংগীতপ্রেমীরা তাই কেনার ক্ষেত্রে উন্নত মানের স্পিকারই চান। বর্তমানে বাজারে দাম অনুযায়ী নানা কনফিগারেশনের স্পিকার পাওয়া যায়।স্মার্ট টেকনোলজিস (বিডি) বাজারে নিয়ে এসেছে মাইক্রোল্যাব ব্র্যান্ডের মাইক্রোল্যাব বোতল ওয়াইন স্পিকার । স্পিকারটি দেখতে যেমন সুন্দর আর সাউন্ড কোয়ালিটি প্রিমিয়াম মানের । টানা গান শুনলেও বিরক্ত লাগবে না। যারা ক্ল্যাসিকাল মিউজিক শোনেন ও মুভি দেখেন তাদের জন্য স্পিকারটি কাজের।
Posted by Techzoom.TV on Tuesday, December 25, 2018
The post মাইক্রোল্যাব বোতল ওয়াইন স্পিকার: সাউন্ডে প্রিমিয়াম ফিল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া