অনলাইনে শপিং-এর সময় ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যদি আপনার উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে নিশ্চয়ই মানবেন, অনলাইনে লেনদেন আমাদের জীবন আরও সহজ করে দিয়েছে। তবে একইসঙ্গে আশঙ্কাও বাড়িয়েছে। অনলাইনে প্রতারণার আশঙ্কা।
অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে প্রয়োজন সতর্কতা
জিমেইল বা গুগল ড্রাইভে ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য সেভ করবেন না
আপনার ব্যাংকিং তথ্য কখনই জিমেইল বা গুগল ড্রাইভে সেভ করবেন। সম্প্রতি গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় ১ লাখের জালিয়াতির শিকার হয়েছে দিল্লির এক ব্যক্তি। ক্রেডিট কার্ড ও মোবাইলের সঙ্গে গুগল অ্যাকাউন্ট সিংক থাকায় হ্যাকিংয়ের পর তিনটি লেনদেন করে প্রতারকরা।
সাইবার ক্যাফে থেকে অনলাইন লেনদেন নয়
ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ থেকে অনলাইন লেনদেন করুন। তবে সাইবার ক্যাফের কোনও মেশিন বা ‘শেয়ার’ করা কম্পিউটার থেকে অনলাইন ব্যাংকিং করবেন না।
ইন্টারনেট সেটিংসে অটো-ফিলিং ডিসেবল করুন
ডেটার অটো-ফিলিং বাই ডিফল্ট এনাবল করা থাকে। এর জেরে অনলাইনে একসঙ্গে অনেকগুলো কাজ করতে হলে সুবিধা হয়। তবে ‘অনলাই ট্র্যানস্যাকশন রিলেটেড ডেটা অ্যান্ড ফর্মস’ এনাবেল রাখবেন না। সব সময় ডিসেবল করে রাখবেন।
ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহার করুন
প্রায় সব ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুযোগ থাকে। এতে হ্যাকিংয়ের আশঙ্কা কম থাকে।
ভেরিফায়েড ওয়েবসাইট থেকেই লেনদেন
অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওয়েবসাইটের URL-এ http: আছে কিনা দেখে নেবেন।
কার্ড থেকে CVV নম্বর মুছে দিন
হ্যাঁ। আপনি কার্ড থেকে CVV নম্বর মুছে দিতে পারেন। তবে হ্যাঁ, তার আগে অবশ্যই নম্বরটি মনে রাখতে হবে। এর ফলে, কার্ড চুরি হলেও কেউ তা ব্যবহার করতে পারবে না।
নিশ্চিত না হয়ে কোনও লিংকে ক্লিক নয়
ইমেল বা এসএমএসে পাওয়া যে কোনও লিংকেই ক্লিক করবেন না। নিশ্চিত হয়ে তবেই ক্লিক করুন।
অ্যাপ স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না
যে কোনও ব্যাংকের অ্যাপ ডাউনলোড করতে হবে, ভেরিফায়েড স্টোর ছাড়া অন্য কোথা থেকে ডাউনলোড করবেন না। মনে রাখবেন, বহু ব্যাংকের ভুয়ো অ্যাপ বাজারে রয়েছে।
The post অনলাইনে প্রতারণার আশঙ্কা? জানুন জরুরি তথ্য appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া