হুয়াওয়ে গ্রুপের অনলাইন ব্র্যান্ড হনর নতুন এক স্মার্টফোন বাজারে আনতে চলেছে। হনর ভি২০ ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ডিসপ্লের মধ্যেই ছিদ্রের ভিতর থাকছে সেলফি ক্যামেরা। সাথে থাকছে ৪৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। একই দিনে নতুন এই ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৮এস।
হনর ভি২০ ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে সনি আইএমএক্স৫৮৬ সেন্সার। এটি বিশ্বের প্রথম ৪৮মেগাপিক্সেল স্মার্টফোন সেন্সার। হনর ভি২০ ফোনের ভিতরে থাকছে কিরিন ৯৮০ চিপসেট। চিনের বাইরে এই ফোনের নাম হবে হনর ভিউ ২০।
সোমবার এই ফোনের ঘোষণা করেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। এখনও অফিশিয়ালি লঞ্চ হয়নি এই ফোন। আগামী ২৬ ডিসেম্বর বেজিং এ এক লঞ্চ ইভেন্টে হনর ভি২০ এর দাম জানাবে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর।
The post ৪৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ফোন আনছে হনর appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া