নতুন বছরের ঠিক আগে সামনে এল নতুন হুয়াওয়ে স্মার্টফোন। ২০১৮ সালের হুয়াওয়ে ওয়াই ৭ ফোনের উত্তরসূরি এই ফোন।
২০১৯ হুয়াওয়ে ওয়াই ৭ এ থাকছে ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। ডিসপ্লের উপরে থাকছে ছোট্ট নচ। ৩ জিবি/৪জিবি র্যাম আর ৩২জিবি/৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে হুয়াওয়ে এর লেটেস্ট বাজেট স্মার্টফোন। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
সম্প্রতি এক জার্মান ওয়েবসাইটে হুয়াওয়ে ওয়াই ৭ এর ছবি ও স্পেসিফিকেশান ফাঁস হয়েছে।
ছবি তোলার জন্য হুয়াওয়ে ওয়াই ৭ (২০১৯) ফোনে থাকছে ১৩মেগাপিক্সেল+২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। এর সাথেই সাকবে ফাস্ট চার্জ সাপোর্ট। তবে একবার চার্জ করে এই ফোন দুই দিন ব্যবহার করা যাবে বলে এই রিপোর্টে জানানো হয়েছে। এছাড়াও এই ফোনে ৪ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছে হুয়াওয়ে।
The post নতুন বাজেট স্মার্টফোন আনলো হুয়াওয়ে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া