বিশ্বজুড়ে কাজ করা অনাবাসী বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে নতুন বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় প্রথমবারের মতো একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ব্রিজ টু বাংলাদেশ।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন করে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেছেন সম্মেলনের আহ্বায়ক ব্রিজ-টু-বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী আজাদুল হক।
‘উই আর ফর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ২৬ ফেব্রুয়ারি থেকে দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ জিয়াউদ্দিন বলেন, ‘দেশের মেধাবী সন্তানরা ফিরে আসছে দেশে। ব্রেইন ড্রেন বদলে হয়ে যাচ্ছে ব্রেইন গেইন। এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে।’
সম্মেলন উপলক্ষে প্রকৌশলীরা তাঁদের নিজস্ব প্রবন্ধ উপস্থাপনের সুযোগ পাবেন। নির্বাচিত প্রবন্ধ সম্মেলনে উপস্থাপন করা যাবে। পরবর্তী সময়ে সব প্রবন্ধ জার্নাল আকারেও প্রকাশ করা হবে।
সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে www.cone2019.com ঠিকানায়।
The post প্রকৌশলীদের প্রথম সম্মেলন শুরু ২৬ ফেব্রুয়ারি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া