বাজারে অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক্সপেরিয়া এক্সজেড সিরিজের পরবর্তী স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড স্মার্টফোন উন্মোচন করতে চলেছে সনি।
এবার পরবর্তী সনি ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন ইন্টারনেটে ফাঁস হয়ে গেল। নতুন এই পোস্টে ৩৬০ ডিগ্রি ভিডিওতে এক্সপেরিয়া এক্সজেড ৪ ফোনটি দেখা গিয়েছে। এই ফোনের প্রধান আকর্ষণ অবশ্যই ফোনের রিয়ার ক্যামেরা। এক্সপেরিয়া এক্সজেড ৪ ফোনে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে সনি।
অনলেক্স ওয়েবসাইটে নতুন এই ভিডিও পোস্ট হয়েছে। এর আগেও একাধিক স্মার্টফোনের ভিডিও লঞ্চের আগে সঠিকভাবে পোস্ট করেছেইল এই ওয়েবসাইট। প্রসঙ্গত এই প্রথম কোন সনি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার হতে চলেছে। এখনও পর্যন্ত শুধুমাত্র এক্সপেরিয়া এক্সজেড২ প্রিমিয়াম ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে সনি। এই ফোনে ১৯মেগাপিক্সেল+১২মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
সনি এক্সপেরিয়া এক্সজেড ৪ ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। তবে এই ফদোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। মাত্র ৯ মিমি পাতলা এক্সপেরিয়া এক্সজেড ৪ ফোনের অ্যাসপেক্ট রেশিও ২১:৯।
ফাঁস হওয়া পোস্টে দেখা গিয়েছে সনি এক্সপেরিয়া এক্সজেড ৪ তে রয়েছে একটি পাওয়ার বাটন ও একটি ক্যামেরা শাটার বাটন। এছাড়াও ফোনের দানদিকে থাকবে ভলিউম রকার। এক্সপেরিয়া এক্সজেড ৪ ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের নীচে থাকছে স্পিকার গ্রিল আর ইউএসবি টাইপ সি পোর্ট। তবে এই ফোনে কোন হেডফোন জ্যাক থাকছে না।
The post এক্সপেরিয়া সিরিজের নতুন স্মার্টফোন আনছে সনি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া