ডেল ইন্সপায়রন ৩৬৭০ মডেলের নতুন কোর আই থ্রি ব্র্যান্ড পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।
ইন্টেল ৮ম প্রজন্মের ৮১০০ মডেলের কোর আই থ্রি প্রসেসর সমৃদ্ধ এই ব্র্যান্ড পিসিতে থাকছে ৪ জিবি ডিডিআরফোর র্যাম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম হার্ডড্রাইভ, ইন্টেল আল্ট্রা এইচডি গ্রাফিক্স কার্ড, ইন্টেল বি৩৬০ চিপসেট, ২৯০ ওয়াট পাওয়ার সাপ্লাই, ডেল ব্রান্ডের তারযুক্ত কীবোর্ড এবং মাউস।
আরও থাকছে কম্পিউটারটি ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা। ২০ ইি মনিটর এবং ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৩৭৬০০ টাকা। বিস্তারিতঃ ০১৭৭৭৭৩৪১৬৫।
The post ডেল এর নতুন কোর আই থ্রি ব্র্যান্ড পিসি বাজারে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া