ইতালির মিলানে চলছে মোটরসাইকেল শো। সেখানে সব সেরা কোম্পানি নিজেদের ভবিষ্যতের গাড়িগুলি নিয়ে আসছে বিশ্বের সামনে। এবার গোটা বিশ্বের বাইক প্রেমীদের সামনে নতুন সুজুকি জিএসএক্স – এস১২৫ নিয়ে এল সুজুকি। তবে এই বাইক ভারতে লঞ্চ হবে না। যদিও ১২৫ সিসি সেগমেন্টে এই বাইক ভারতে বেশ জনপ্রিয় হতে পারে বলে মনে করছেন অনেকে।
সুজুকি জিএসএক্স – এস১২৫ তে রয়েছে একটি ১২৫ সিসি ফোর স্ট্রোক ক্লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৫ বিএইচপি শক্তি আর ১১.৫ এনএম টর্ক পাওয়া যাবে। সাথে থাকছে একটি সিক্স স্পিড গিয়ার বক্স।
নতুন সুজুকি জিএসএক্স – এস১২৫ তে থাকবে এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। বাইকের সাধারন সব তথ্যের সাথে এই ডিসপ্লেতে ইঞ্জিন অয়েল ইন্ডিকেটার, আরপিএম ইন্ডিকেটার দেখা যাবে।
The post এক নজরে নতুন সুজুকি জিএসএক্স – এস১২৫ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া