বুয়েটে অনুষ্ঠিত হলো রবি ক্যারিয়ার রোডশো

বুয়েট ক্যরিয়ার ক্লাবের সহায়তায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে সম্প্রতি দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘রবি ক্যারিয়ার রোডশো’। ৬শ’র বেশি শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেন।

আয়োজনের উদ্দেশ্য ডিজিটাল যুগে শিক্ষার্থীদের রবি এবং টেলিযোযোগ শিল্পে কাজের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান। দিনব্যাপী এ অনুষ্ঠানে কোম্পানি হিসেবে রবি এবং টেলিযোযোগ শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়।

ডিসপ্লে অ্যান্ড ডেমো সেশন’র মাধ্যমে শুরু হয় বুয়েট ক্যারিয়ার রোড শো। এ সেশনটি দুটি পর্বে সাজানো হয়েছিল; একটি হচ্ছে শিল্প ও পাঠ্যক্রম-ভিত্তিক প্রযুক্তিবিষয়ক আলোচনা, অন্যটি হচ্ছে ডিজিটাল সেবাসমূহের ডেমো। অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো আমাদের ভবিষ্যত বিনির্মাণ করছে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন রবি’র আইটি ও টেকনোলজি টিম। এছাড়া রবি উদ্ভাবিত ও ব্যবহৃত কয়েকটি অনন্য প্রযুক্তি সম্পর্কে ধারণা পান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের একটি প্রাণবন্ত অংশ ছিল পরীক্ষামূলক সাক্ষাৎকার পর্ব। মোট ২২২ জন শিক্ষার্থী এ পর্বে অংশ নিয়েছিলেন। বেশ কয়েকজন শিক্ষার্থী সাক্ষাৎকারে অংশ নেন রবি’তে শিক্ষানবীশ হিসেবে কাজের সুযোগ পাওয়ার জন্য। এরপর শিক্ষার্থীরা বুয়েটের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে রবি’তে কর্মরত তাদের সঙ্গে আন্তরিক আলোচনার সুযোগ পান। সেসময় রবি’র কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে রবি’তে তাদের বিশেষ অভিজ্ঞতাগুলো তুলে ধরেন।

এরপর বুয়েট’র ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার’র ডিরেক্টর ড. সত্যপ্রসাদ মজুমদার ‘মিট দ্যা লিডারস’ পর্বে আমন্ত্রণ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এ পবর্টি ছিল মূলত রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদের সঙ্গে একটি আন্তঃমতবিনিমিয়ের আয়োজন।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও’র সঙ্গে ছিলেন কোম্পানির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মেধাত আল হুসেইনি, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, হেড অব আইটি আসিফ নাইমুর রশীদ ও হেড অব এইচআর ফয়সাল ইমতিয়াজ খান।

ডিজিটাল যুগে টেলিযোযোগ শিল্পে কাজ করার জন্য কী ধরণের দক্ষতা প্রয়োজন সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে বক্তারা তাদের কর্মজীবনের নানা উল্লেখযোগ্য দিক তুলে ধরেন। বুয়েট ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তানভীর আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেশনটি শেষ হয়।

অনুষ্ঠানে রবি’র ম্যনেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে ডিজিটাল কোম্পানি হিসেবে রবি অগ্রণী ভূমিকা পালন করছে। এরই অংশ হিসেবে রবি পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানিতে রূপান্তরিত হয়েছে যেখানে সবাইকে ব্যর্থতার ভয় ছাড়া ঝুঁকি নেওয়ায় উদ্বুদ্ধ করছি আমরা। উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে টেলিযোগোযোগ শিল্পে একটি দৃপ্ত অবস্থান তৈরি হয়েছে রবি’র; ফলে মেধাবী তরুণরা রবিতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠছেন। আমি বুয়েটের শিক্ষার্থীদের নিশ্চিত করে বলতে পারি রবি’তে তারা তাদের মনের মতো কাজের পরিবেশটিই খুঁজে পাবেন। দেশের শ্রেষ্ঠ প্রকৌশল বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি বুয়েট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এসএমএস কুইজ কন্টেস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্যারিয়ার রোডশোটি শেষ হয়। সন্ধ্যায় রবি’তে যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা একটি লিখিত পরীক্ষায় অংশ নেন। শেষ বর্ষের শিক্ষার্থী এবং যারা শেষ বর্ষ উত্তীর্ণ হয়েছেন তারা এই পরীক্ষায় অংশ নেন।

শীর্ষ ডিজিটাল কোম্পানি হিসেবে রবি সবসময়ই দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে নতুন নতুন মেধাবীদের তাদের সঙ্গে কাজের সুযোগ দিতে আগ্রহী। কোম্পানি চায় উদ্ভাবনী ধারণা ও সৃজনশীল তারুণ্য যা একমাত্র সদ্য গ্র্যাজুয়েটরাই দিতে পারেন।

The post বুয়েটে অনুষ্ঠিত হলো রবি ক্যারিয়ার রোডশো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on বুয়েটে অনুষ্ঠিত হলো রবি ক্যারিয়ার রোডশো on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: