২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করতে চলেছে চীনের স্মার্টফোন নির্মাতা অপো। সম্প্রতি ডাচ প্রযুক্তি সাইট টুইকারস-কে এই বিষয় নিশ্চিত করেছে অপোর প্রোডাক্ট ম্যানেজার চক ওয়াং ।
নতুন এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন বা কবে নাগাদ এটি বাজারে আসতে পারে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি অপো। আপাতত এটি অনেকটাই নিশ্চিত যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ডিভাইসটির শুধু প্রোটোটাইপ উন্মোচন করা হবে, বিক্রির জন্য নয়।
অপোর প্রোডাক্ট ম্যানেজার চক ওয়াং ফোল্ডএবল স্মার্টফোন সর্ম্পকে তেমন কি না জানালেও ২০২০ সালের মধ্যে অপো ৫ জি স্মার্টফোনসহ ডিসপ্লে কাটাআউটের মাধ্যমে প্রথম ফোন উন্মোচন করবে ।
ফোল্ডএবল স্মার্টফোনে অপোর আগ্রহের বিষয়টি আগে থেকেই নিশ্চিত হওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু ফোল্ডএবল ফোনের নকশা পেটেন্ট করেছে চীনা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, অপোর পেটেন্টগুলোর মধ্যে একটিতে দেখা গেছে ডিভাইসটি বাইরের দিকে দুইবার ভাঁজ খোলা যাবে। ফলে পর্দার মাপ হবে তিনগুণ।
The post ফোল্ডএবল ৫জি স্মার্টফোন আনবে অপো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া