ইন্টারনেটে কিম কারদাশিয়ানকে নিয়ে কোনো খবর থেকে সাবধান হন । সাইবার জগতে এই মার্কিন টেলিভিশন রিয়েলিটি তারকার অনুসন্ধান এখন একটি ‘বিপজ্জনক ফাঁদ’ বলে সাবধান করছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ।
গুগল ও এর মতো সার্চ ইঞ্জিনগুলোতে মানুষ কী ধরনের শব্দ লিখে অনুসন্ধান করছে, তার প্রতি বিশেষ নজর থাকে সাইবার শিকারীদের।
ইনস্টাগ্রামে প্রায় ১১ কোটি আট লাখ এবং টুইটারে পাঁচ কোটি আট লাখ অনুসারী নিয়ে ইন্টারনেট জগতে কিম কারদাশিয়ান সারাবিশ্বেই জনপ্রিয়তায় উপরের দিকেই রয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যুক্তরাজ্যে অনলাইন অনুসন্ধানে সবচেয়ে ‘বিপজ্জনক’ সেলিব্রিটি হিসেবে শীর্ষে উঠে এসেছেন কিম কারদাশিয়ান।
অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ম্যাকাফি তাদের এক জরিপে দেখিয়েছে, সাইবারে ম্যালিসিয়াস ওয়েবসাইটগুলো জনপ্রিয় তারকাদের নাম জুড়ে দিয়ে তাদের লিংকে টেনে নিচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের।
The post ইন্টারনেটে সবচেয়ে ‘বিপজ্জনক সেলিব্রিটি’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া