ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়াই নাইন ২০১৯ মডেলের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এল হুয়াওয়ে। এই ফোনের ভিতরে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, কিরিন ৭১০ চিপসেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ৪.০ ও সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা সেট আপ।
তবে শুধুমাত্র এই ফোনের ঘোষণা করেছে হুয়াওয়ে। এখনো হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এর দাম ঘোষণা করেনি চিনের কোম্পানিটি। অক্টোবরের মাঝামাঝি এই ফোন বাজারে আসবে বলে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে বিশেষ করে তরুন প্রজন্মের কথা মাথায় রেখে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ডিজাইন করা হয়েছে।
হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ তে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কিরিন ৭১০ চিপসেট।
ছবিব তোলার জন্য হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ তে থাকবে ১৩মেগাপিক্সেল+২মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ফোনের পিছনের মতোই সামনেও থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ এর সামনে থাকছে ১৬মেগাপিক্সেল+২মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। কোম্পানি জানিয়েছে দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে।
হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ তে ব্যবহার হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ৪.০ টেকনোলজি। এর মাধ্যমে মাত্র ০.৩ সেকেন্ডে ফোন আনলক করা সম্ভব। ফোনের ভিতরে থাকবে ইএমইউআই ৮.২ স্কিন।
The post ডুয়াল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরাসহ বাজারে এল ওয়াই নাইন ২০১৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া