ই-কমার্স ইতিহাস একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করবে ১১.১১ ক্যাম্পেইন | Daraz 11.11 Campaign
দেশের বৃহত্তম ই-কমার্স কোম্পানি, #দারাজ, বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’- ১১.১১ । নতুন #দারাজ #অ্যাপ চালু হওয়ার পর এই মেগা ইভেন্টের সময় গ্রাহকরা প্রকৃতপক্ষে পারসনালাইজড এবং সুপারচার্জড লাইনআপ আশা করতে পারেন। দারাজ ১১.১১ এমন একটি ইভেন্ট যা অন্য সব ইভেন্টের চেয়ে আলাদা। এবং এটি দেশীয় ইকমার্সে বিপ্লব ঘটাতে সক্ষম।১১.১১-তে গ্রাহকদের জন্য অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ১১ টাকায় ডিল, মিস্ট্রি বক্স, ডাবল টাকা #ভাউচার, ফ্ল্যাশ সেল ব্র্যান্ড ভাউচার, ব্যাংক #ডিসকাউন্ট এবং আরো অনেক কিছু। থাকছে মাত্র ১১ টাকায় কেনা যাবে স্মার্টফোন ।
Posted by Techzoom.TV on Monday, October 22, 2018
প্রথমবারের মতো দারাজ নিয়ে এসেছে ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’- ১১.১১ । দারাজ ১১.১১ এমন একটি ইভেন্ট যা অন্য সব ইভেন্টের চেয়ে আলাদা এবং এটি দেশীয় ইকমার্সে বিপ্লব ঘটাতে সক্ষম বলে জানিয়েছেন দারাজ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক।
আগামী ১১ নভেম্বরকে কেন্দ্র করে আয়োজিত দারাজের এই আয়োজন হবে তা আমাজন প্রাইম এবং ব্ল্যাক ফ্রাইডে থেকেও বড়। আলীবাবার উদ্যোগে দারাজের এই আয়োজন আমাজন প্রাইমের থেকে অন্তত ১৮ গুণ এবং ব্ল্যাক ফ্রাইডের থেকে আড়াই গুণ বড় হবে ।
তিনি বলেন, ই-কমার্স ইতিহাস একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করবে ১১.১১ ক্যাম্পেইন । এমনটা আগে কখনও হয়নি আমাদের দেশে। ১১.১১ ক্যাম্পেইনটি শুধুমাত্র ডিল এবং ছাড়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সমগ্র ডিজিটাল ইকোসিস্টেমের মধ্যে আনবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পার্সোলাইজেশন, বিনোদন, আকর্ষণীয় ডিল, সুরক্ষিত পেমেন্ট সমাধান। চার লাখেরও বেশি পণ্য ভান্ডার এখানে পাবেন গ্রাহকেরা”।
The post দারাজে ১১ টাকায় স্মার্টফোনসহ লাখো পণ্য appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া