নতুন এমআই কমপ্যাক্ট ব্লুটুথ স্পিকার ২ বাজারে আনল শাওমি । কম দামি ছোট্ট এই ব্লুটুথ স্পিকারে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। হ্যান্ডস ফ্রি কলিং এর জন্য নতুন এমআই কমপ্যাক্ট ব্লুটুথ স্পিকার ২ তে রয়েছে একটি মাইক্রোফোন। ভারতে এমআই কমপ্যাক্ট ব্লুটুথ স্পিকার ২ এর দাম ৭৯৯ টাকা।
ইতিমধ্যেই এমআই.কম থেকে নতুন এই স্পিকার বিক্রি শুরু হয়ে গিয়েছে। ব্লুটুথ ভি৪.২ সহ উন্মোচন হয়েছে এমআই কমপ্যাক্ট ব্লুটুথ স্পিকার ২ । নতুন এই স্পিকারের রেঞ্জ ১০ মিটার। পাওয়া যাবে ২০০এইচজেট ত্থেকে ১৮কেএইচজেট অডিও ফ্রিকোয়েন্সি। স্পিকারের ভিতরে রয়েছে একটি ৩.৭ ভি ৪৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। মাইক্রো ইউএস বি কেবেল দিয়ে চার্জ করা যাবে নতুন এমআই কমপ্যাক্ট ব্লুটুথ স্পিকার ২।
স্পিকার কন্ট্রোল করার জন্য একটি মাত্র বাটন রয়েছে। এই বাটন প্রেস করে ২ সেকেন্ড হোল্ড করলে স্পিকার অন বা অফ হবে। শর্ট প্রেসে হলে প্লে/পজ। ৬ সেকেন্ড হোল্ড করে থাকবে সেটিংস রিস্টোর হয়ে যাবে।
জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল এমআই পকেট স্পিকার ২ স্পিকার। এই স্পিকারের দাম ১ হাজার ৪৯৯ টাকা। মআই পকেট স্পিকার ২ এর ভিতরে রয়েছে একটি ১২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
The post কমপ্যাক্ট স্পিকার বাজারে আনল শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া