ওয়েস্টার্ন ডিজিটাল কর্পোরেশন পৃথিবীর অন্যতম বৃহত্তম হার্ড ডিস্ক নির্মাতা। প্রতিষ্ঠানটি আগে ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করতো।
সম্প্রতি বাজারে এল ওয়েস্টার্ন ডিজিটাল আল্টাস্টার ডিসি এইচসি৬২০ হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভে থাকছে বিশাল ১৫টিবি স্টোরেজ। এই হার্ড ড্রাইভে রয়েছে এসএমআর এইচডিডি টেকনোলজি।
ইতিমধ্যেই বাজারে পাওয়া যায় কোম্পানির ১৪টিবি এসএমআর এইচডিডি টেকনোলজির হার্ড ড্রাইভ। সেই ড্রাইভে ১টিবি ক্ষমতা বেড়ে এবার ১৫টিবি স্টোরেজে লঞ্চ হল নতুন ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভ। ১৪টিবি হার্ড ড্রাইভের মতোই ১৫টিবি ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভেও ব্যবহার হয়েছে ৩.৫ মিমি কানেকটার।
প্রধাণত বাণিজ্যিক কাজে ব্যবহার হবে এই হার্ড ড্রাইভ। যে সব জায়গায় একসাথে অনেক ডাটা স্টোর করে রাখা প্রয়োজন সেখানে দারুন জনপ্রিয় হবে নতুন ওয়েস্টার্ন ডিজিটাল আল্টাস্টার ডিসি এইচসি৬২০ হার্ড ড্রাইভ। একই সাথে ওয়েস্টার্ন ডিজিটাল লঞ্চ করেছে নতুন সানডিক্স ৪০০ জিবি এসডি কার্ড। বৃহস্পতিবার ভারতে মোবাইল কংগ্রেস ইভেন্টে এই প্রোডাক্ট দুটি লঞ্চ করেছে ওয়েস্টার্ন ডিজিটাল।
The post উন্মোচিত হল ১৫টিবি হার্ড ড্রাইভ ও ৪০০ জিবি এসডি কার্ড appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া