এক টিকেটে দুই সিনেমার বিষয়টি বেশ প্রচলিত।আর এখন দুই অপারেটিং সিস্টেম সমর্থন করবে গুগলের নতুন ট্যাবলেটে । আগামি বছরে দুই অপারেটিং সিস্টেম চালানোর ব্যবস্থা আনতে পারে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগলের প্রথম ক্রোম অপারেটিং সিস্টেমভিত্তিক ট্যাবলেট ‘পিক্সেল স্লেইট’ এই অপারেটিং সিস্টেমের সঙ্গে উইন্ডোজ ১০ বুটিংও সমর্থন করতে পারে, এর ফলে এই ডিভাইসটিতে একসঙ্গে দুটি অপারেটিং সিস্টেম চলতে পারবে।
রোববার প্রযুক্তি সাইট উইন্ডোজ লেটেস্ট-এর প্রতিবেদনে বলা হয়, “প্রতিষ্ঠানটি আগামিতে ‘পিক্সেলবুক’-এ উইন্ডোজ ১০ চালানোর সুযোগ দিতে পারে। এর মানে হচ্ছে গুগল পিক্সেলবুক-এ শীঘ্রই মাইক্রোসফট উইন্ডোজ ১০ চালানো যাবে।”
The post গুগলের এক ট্যাবলেট চলবে দুই অপারেটিং সিস্টেমে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া