তাইওয়ানভিত্তিক এইচটিসি ব্লকচেইন প্রযুক্তি-সংবলিত নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের প্রথম ব্লকচেইন স্মার্টফোন ‘এইচটিসি এক্সোডাস ১’ উন্মোচন করে। নতুন ডিভাইসটি শুধু বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ক্রয় করা যাবে। খবর হিন্দুস্তান টাইমস।
ক্রিপ্টোকারেন্সি নিরাপদ রাখতে সফট ব্যাংক আর্ম হোল্ডিংসের তৈরি করা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এক্সোডাস ১ স্মার্টফোনে। এইচটিসির ডিসেন্ট্রালাইজ প্রধান কর্মকর্তা সিএনবিসিকে জানান, এই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি মাইক্রো ওএস চলবে।
অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে এই ফোনে আছে ৬ ইঞ্চি কোয়াড এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। আর ছবি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটিতে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
এইচটিসি এক্সোডাস ১ প্রথমে যুক্তরাষ্ট্র, হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, নরওয়ে, তুরস্কসহ কয়েকটি দেশে কিনতে পাওয়া যাবে। তবে অন্য দেশে কবে নাগাদ ডিভাইসটি পাওয়া যাবে, সে বিষয়ে এইচটিসির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
এক্সোডাস ১ ফোনের দাম ০ দশমিক ১৫ বিটকয়েন বা ৪ দশমিক ৭৮ ইথার কয়েন বা ৯৬০ মার্কিন ডলার।
The post ব্লকচেইন স্মার্টফোন উন্মুক্ত করল এইচটিসি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া