সনির সাইবার শট ক্যামেরা থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি ফোন ডিজাইন করেছে যা ডিএসএলআর ক্যামেরার বিপরিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সনি। ফোন দিয়েই তোলা যাবে ভালো মানের ছবি। নতুন এই ফোনটির মডেল সনি সাইবার শট ম্যাক্স ।
অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৫.৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৮ জিবি র্যামের এই ফোন ৬৪ ও ১২৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। ছবির জন্য ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ক্যামেরার বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এলইডি ফ্ল্যাশ, বোকেহ ইফেক্ট, টু এক্স অপটিক্যাল জুম, স্টেডি শট স্টাবিলাইজেশন এবং ফোরকে ভিডিও রেকডিং। ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
The post ডিএসএলআর এর বিকল্প সনির ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া