চাকরি করবেন না উদ্যোক্ত হবেন | রাশেদ কামাল | Rashed Kamal | রাশেদ কামাল-এর উদ্যোক্তা পাঠ | পর্ব: ১
নতুনদের জন্য ক্যারিয়ার প্ল্যান নিয়ে বিশেষ আয়োজন শুরু হল টেকজুম ডটটিভিতে। ''রাশেদ কামাল-এর উদ্যোক্তা পাঠ'' নামে এই শোতে দিকনির্দেশনা পাবেন দেশের তরুণরা। প্রশ্নোত্তর পর্বও থাকবে এই বিশেষ আয়োজনে।রাশেদ কামাল সম্পর্কেরাশেদ কামাল দেশের তথ্যপ্রযুক্তি খাতে পরিচিত এক নাম। দেশের অন্যতন শীর্ষ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা রাশেদ কামাল। তিনি জাতিসংঘের মনোনীত পরামর্শক হয়ে তিনি কেনিয়া ও উগান্ডার বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ করে সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের নিত্য ব্যবহার্য সফটওয়্যার তৈরি, মান নিয়ন্ত্রণ, আধুনিক বাজারজাতকরণ পদ্ধতি ও কৌশল ইত্যাদি বিষয়ে পরামর্শ দিচ্ছেন। গ্রাজুয়েশন শেষ করার আগেই ১৯৯৮ সালে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মজীবন শুরু। এরপর আরো দুইটি প্রতিষ্ঠানে কাজ করার পর ২০০০ সালে ‘ডাটাবিজ ইনকরপোরেশন’ নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা বর্তমানে ‘ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড’ নামে পরিচিত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদ কামাল। ‘ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড’ দেশে এবং দেশের বাইরের সুনামের সাথে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে আসছে। রাশেদ কামাল জাতিসংঘের আইটিসি’র (ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার) ‘ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট অ্যান্ড আইটি ইন্ডাস্ট্রি এক্সপার্ট’। ২০১৬ সালে পরামর্শক নির্বাচিত হয়ে তিনি কেনিয়া ও উগান্ডার বিভিন্ন সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের নিত্য ব্যবহার্য সফটওয়্যার তৈরি, মান নিয়ন্ত্রণ, আধুনিক বাজারজাতকরণ পদ্ধতি ও কৌশল ইত্যাদি বিষয়ে পরামর্শ দিচ্ছেন। বর্তমান সময়ের জনপ্রিয় ও দেশের অন্যতম বৃহত্তম প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন মাসিক ‘সি নিউজ’ এর প্রকাশক ও সম্পাদক তিনি। ১৬ বছর যাবৎ পত্রিকাটি প্রকাশ করছেন তিনি।————————————————————————————————————————-Techzoom TV: This is the first and only Online Technology newspaper in Bangladesh. Techzoom.TV online news portal started its activities from February 10, 2009 with the slogan of "Making Sense of Technology" by name techzoom24.com. This news portal starts for publishing all kinds of technology related news of country and aboard. They publish news and feature in both Bangla and English language. techzoom.tv already creates huge readers all over the world. C O N N E C T W I T H Techzoom TV | টেকজুম ডটটিভি■ Website: https://www.Techzoom.tv■ Facebook: https://www.facebook.com/techzoom.tv■ Instagram: https://www.instagram.com/techzoomtv■ G+: https://www.plus.google.com/+techzoomtv■ Dailymotion: https://ift.tt/2QA5Jfr
Posted by Techzoom.TV on Sunday, September 16, 2018
নতুনদের জন্য ক্যারিয়ার প্ল্যান নিয়ে বিশেষ আয়োজন শুরু হল টেকজুম ডটটিভিতে। ”রাশেদ কামাল-এর উদ্যোক্তা পাঠ” নামে এই শোতে দিকনির্দেশনা পাবেন দেশের তরুণরা। প্রশ্নোত্তর পর্বও থাকবে এই বিশেষ আয়োজনে।
রাশেদ কামাল সম্পর্কে
রাশেদ কামাল দেশের তথ্যপ্রযুক্তি খাতে পরিচিত এক নাম। দেশের অন্যতন শীর্ষ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা রাশেদ কামাল। তিনি জাতিসংঘের মনোনীত পরামর্শক হয়ে তিনি কেনিয়া ও উগান্ডার বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ করে সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের নিত্য ব্যবহার্য সফটওয়্যার তৈরি, মান নিয়ন্ত্রণ, আধুনিক বাজারজাতকরণ পদ্ধতি ও কৌশল ইত্যাদি বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
গ্রাজুয়েশন শেষ করার আগেই ১৯৯৮ সালে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মজীবন শুরু। এরপর আরো দুইটি প্রতিষ্ঠানে কাজ করার পর ২০০০ সালে ‘ডাটাবিজ ইনকরপোরেশন’ নামে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলেন। যা বর্তমানে ‘ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড’ নামে পরিচিত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদ কামাল। ‘ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড’ দেশে এবং দেশের বাইরের সুনামের সাথে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে আসছে। রাশেদ কামাল জাতিসংঘের আইটিসি’র (ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার) ‘ইন্টারন্যাশনাল কনসালট্যান্ট অ্যান্ড আইটি ইন্ডাস্ট্রি এক্সপার্ট’। ২০১৬ সালে পরামর্শক নির্বাচিত হয়ে তিনি কেনিয়া ও উগান্ডার বিভিন্ন সফটওয়্যার ও সেবা পণ্য নির্মাতাদের নিত্য ব্যবহার্য সফটওয়্যার তৈরি, মান নিয়ন্ত্রণ, আধুনিক বাজারজাতকরণ পদ্ধতি ও কৌশল ইত্যাদি বিষয়ে পরামর্শ দিচ্ছেন। বর্তমান সময়ের জনপ্রিয় ও দেশের অন্যতম বৃহত্তম প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন মাসিক ‘সি নিউজ’ এর প্রকাশক ও সম্পাদক তিনি। ১৬ বছর যাবৎ পত্রিকাটি প্রকাশ করছেন তিনি।
The post <span style='color:#ff0000;font-size:16px;'>টেকজুম শো: রাশেদ কামাল-এর উদ্যোক্তা পাঠ</span> <br> চাকরি করবেন? না উদ্যোক্তা হবেন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া