আজ তিনটি নতুন আইফোনসহ যে প্রোডাক্টগুলি উন্মোচন করবে অ্যাপল

গোটা টেক দুনিয়ার নজর এখন ক্যালিফোর্নিয়ায়। বুধবার ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে একগুচ্ছ নতুন প্রোডাক্ট উন্মোচন করতে চলেছে অ্যাপল । আজ ১২ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে এই উন্মোচন অনুষ্ঠান শুরু হবে। এই ইভেন্টের প্রধান আকর্ষণ নতুন আইফোন উন্মোচন। আজ তিনটি নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল ।

তিনটি নতুন আইফোন এর সাথেই উন্মোচন হবে একটি নতুন আইপ্যাড প্রো, বড় ডিসপ্লের অ্যাপল ওয়াচ, রেটিনা ডিসপ্লের ম্যাকবুক এয়ার, নতুন ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার আর এয়ার পাওয়ার ওয়্যারলেস চার্জার।

ক্যালিফোর্নিয়ায় কোম্পানির প্রধান কার্যালয়ে স্টিভ জোবস থিয়েটারে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। এই উন্মোচন ইভেন্টের আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিন থেকে আমদানি শুল্ক সম্পর্কিত মন্তব্য টেক দুনিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি চিন থেকে তৈরী জিনিজে আমদানি শুলক বাড়িয়েছে ট্রাম্প সরকার। এর ফলে নতুন উন্মোচন হওয়া ডিভাইসগুলির বেশি দামে উন্মোচন হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বছর উন্মোচন হওয়া নতুন তিনটি আইফোন দেখতে অনেকটাই গত বছরের আইফোন এক্স এর মতো। তিনটি আইফোন এর প্রথমটিতে থাকতে চলেছে একটি ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। এটি আইফোন এক্স এর পরবর্তী জেনারেশান। এই ফোনের নাম হতে পারে আইফোন এক্সএস।

এছাড়াও ওএলইডি ডিসপ্লে সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লের একটি ফোন উন্মোচন করবে অ্যাপল । এই আইফোন এর নাম হতে পারেআইফোন এক্সএস ম্যাক্স। দুটি ওএলইডি ডিসপ্লের আইফোন এর সাথেই একটি এলসিডি ডিসপ্লের আইফোন উন্মোচন করতে চলেছে মার্কিন টেক জায়েন্ট। এই ফোনে থাকবে একটি ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। স্টেনলেস স্টীলের পরিবর্তে এই ফোনের পাশে থাকনে অ্যালুমিনিয়াম ফ্রেম। অনেকে বলছেন এই ফোনের নাম হতে চলেছে আইফোন ৯। তবে অনেকে জানাচ্ছেন আইফোন এক্সআর নামে বাজারে আসবে এই ফোন।

একাধিক রিপোর্টে জানানো হয়েছে ৬৯৯ মার্কিন ডলার থেকী ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে এলসিডি ডিসপ্লের নতুন আইফোন বাজারে আসবে। তবে সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছেনরুন এই আইফোন এর দাম হতে চলেছে ৮৪৯ মার্কিন ডলার।

গত বছরে সেপ্টেম্বর মাসে ঘোষনার পরে নভেম্বর মাসে বিক্রি শুরু হয়েছিল আইফোন এক্স। তবে এই বছর উন্মোচনের সাথে সাথেই নতুন আইফোন বিক্রি শুরু করে দেবে অ্যাপল ।

নতুন তিনটি আইফোন এর সাথেই বাজারে আসতে চলেছে নতুন আইপ্যাড প্রো। এই প্রথম কোন আইপ্যাড এ বেজেল লেস ডিসপ্লে আর ফেস আনলক ফিচার দেখা যাবে। এছাড়াও বাজারে আসবে নতুন রেটিনা ডিসপ্লের ম্যাকবুক এয়ার । এতদিন শুধুমাত্র ম্যাকবুক প্রো সিরিজে রেটিনা ডিসপ্লে ব্যবুহার হলেও এই প্রথম কোম্পানির লাইট ওয়েট ম্যাকবুক এয়ার সিরিজে রেটিনা ডিসপ্লে থাকবে। এর সাথেই বাজারে আসবে নতুন প্রসেশানাল ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনি ।

এই প্রথম এজ-টু-এজ ডিসপ্লে সহ বাজারে আসতে চলেছে নতুন অ্যাপল ওয়াচ। আগের থেকেও বড় ডিসপ্লের সহলঞ্চ হবে নতুন অ্যাপল ওয়াচ। ১২ সেপ্টেম্বর ইভেন্টে এই প্রোডাক্টগুলির সাথে বাজারে আসবে নতুন এয়ার পাওয়ার ওয়্যারলেস চার্জার।

The post আজ তিনটি নতুন আইফোনসহ যে প্রোডাক্টগুলি উন্মোচন করবে অ্যাপল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on আজ তিনটি নতুন আইফোনসহ যে প্রোডাক্টগুলি উন্মোচন করবে অ্যাপল on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: