চিনের অ্যাপল নামে পরিচিত শাওমি। কিন্তু এবার অ্যাপল কে আওয়াজ দেওয়া শুরু করল চিনের কোম্পানিটি। অ্যাপল এর যে কোন প্রোডাক্টের দাম আর দশটা প্রোডাক্টের থেকে বেশি হয়।
সম্প্রতি আকাশ ছোঁয়া দামে উন্মোচন হয়েছে আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স আর আইফোন এক্সআর। এবার নতুন আইফোন এর এই আকাশ ছোঁয়া দামকে লক্ষ্য করে নিজেদের প্রোডাক্ট বিক্রি শুরু করল শাওমি। যে দামে একটি আইফোন কেনা যায় একই টাকা খরচ করে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সহ একটি ল্যাপ্টম ও বিভিন্ন প্রোডাক্ট কম্বো বিক্রি শুরু করল চিনের কোম্পানিটি। আকর্ষণীয়ভাবে এই কম্বো গুলির নাম এক্সএস সুট, এক্সএস ম্যাক্স সেট আর এক্সআর সুট।
সম্প্রতি কোম্পানির চিনের ওয়েবসাইটে তিনটি নতুন কম্বো প্যাক উন্মোচন করেছে শাওমি। নতুন তিনটি কম্বো প্যাকের নাম এক্সএস সুট, এক্সএস ম্যাক্স সেট আর এক্সআর সুট। এই সবকটি কমবোতেই একটি স্মার্টফোন, একটি ল্যাপটপ, একটি ফিটনেস ব্যান্ড আর একটি অডিও প্রোডাক্ট রয়েছে।
The post অ্যাপল কে উপহাস করে নতুন কম্বো প্যাক বাজারে আনলো শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া