ফ্রিল্যান্সিং এবং সি পি এ মার্কেটিং নিয়ে সাধারন কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো

cpa marketing training
আসুন সি পি এ (CPA) সম্পর্কে বিস্তারিত ভাল করে পড়ে নেই।

সি পি এ (CPA) কি দেখুন এই লিংক

১. সি পি এ (CPA) শিখতে কত দিন লাগে?

উওর: সি পি এ (CPA) একটা বিজনেস। এখানে মার্কেটিং ম্যাথড শিখতে আপনার এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

২. ফ্রিল্যান্সিং এবং সি পি এ (CPA) এর মাধ্য পার্থক্য কি?

উওর: ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয় এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে হয় আর সি পি এ মার্কেটে (CPA) আপনাকে বিড করতে হবে না নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন। যে কোন সময় কাজ করতে পারবেন। এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি টাকা খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।

৩. সি পি এ (CPA) থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে?

উওর: এটা নির্ভর করবে আপনি কত ইনকাম করতে চান তার টার্গেট এর উপর। আপনার ইনকাম টার্গেট যত বেশী হবে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। ধরুন আমি একটা ক্যাম্পেইন ১০ ডলার খরচ করে ২৮ ডলার ইনকাম করছি দেখুন এই লিংক । এখন আপনার এই অনুপাতে প্রফিট হবে পারে।

৪. সি পি এ (CPA) মার্কেটপ্লেস টাকা তুলার মাধ্যম কি?

# ৩০ দিন পর,১৫ দিন পর, ৭ দিন পর। বিভিন্ন মার্কেটে বিভিন্ন নিয়ম থাকে। যেমন maxbounty প্রথম পেমেন্ট ৩০ দিন পর এরপর ৭ দিন পর পর আপনি পেমেন্ট তুলতে পারবেন।

৫. সি পি এ (CPA) মার্কেট থেকে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?

উওর: সি পি এ (CPA) মার্কেটপ্লেস আপনার সাধারনত তিন ধরনের পেমেন্ট থাকে। আপনি চেক Check, পেপাল PayPal, পাইনিয়ার কার্ড Pre-paid Master Card by Payoneer or ব্যাংক ট্রান্সফার Electronic Funds Transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

৬. সি পি এ (CPA) আমি কোন বিনিয়োগ না করে ইনকাম করতে পারব?

উওর: হা আপনার ভাল ফ্রি ট্রাফিক থাকলে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশী প্ররিশম করতে হবে।

৭. সি পি এ (CPA) শিখার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?

উওর: CPA শিখার জন্য নিদির্ষ্ট কোন যোগ্যতা থাকতে হবে এমন কোন শর্ত নাই, তবে নিম্নের যে কোন যোগ্যতা থাকলেই আপনি কাজে Advantage পাবেন।

# ইন্টারনেট ব্যাউজিং এবং অনলাইনে পূর্বের কাজ করার experience থাকলে ভাল ।

# ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে ধারনা থাকলে ভাল।

৮. আমার পূর্বের কোন experience নাই আমি কি কাজ করতে পারব?

উওর: হা আপনার ধৈর্য্য, মেধা এবং প্ররিশম থাকে তাহলে আপনিও কাজ করতে পারবেন।

৯. সি পি এ (CPA) কাজ করার জন কি কি দরকার হয়।

উওর: কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন, সি পি এ (CPA) মার্কেটের Products এবং মার্কেটিং করার পদ্ধতি।

১০. আমি ঢাকার বাইরে থাকে আমি কি অনলাইনের মাধ্যমে সি পি এ (CPA) শিখতে পারব?

উওর: হাঁ আপনি শিখতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ইন্টারনেট লাইন স্পিড কমপক্ষে 512 KBPS হতে হবে। আপনি টিম ভিউয়ার,Anydesk এবং স্কাইপ এর মাধ্যমে শিখতে পারবেন।

১১. আমি ঢাকার বাইরে থাকি এবং আমার নেট লাইন স্পিড কম, আমি কি ভিডিও টিউটোরিয়াল কিনার মাধ্যমে সি পি এ (CPA) মার্কেটিং শিখতে পারব?

উওর: হাঁ তবে এক্ষেত্রে আপনাকে Advance বুকিং দিতে হবে এবং আপনি ওর্ডার এর ৫ দিন এর মধ্যে আপনার টিউটোরিয়াল পাবেন।

best cpa marketing course in dhaka

১২. আমাদের সি পি এ (CPA) কোর্স সম্পন্ন হওয়ার পর আমরা কি ধরনের পরবর্তি সাপোর্ট পাব?

উওর: হা আপনি CPA Advance Course এর সার্ভিস নিলে আপনি Team Viewer,Anydesk, Skype, Email & Facebook Group সাপোর্ট পাবেন।

১৩. সি পি এ (CPA) মার্কেটিং এই কোর্সটি করার পর সকলের ইনকাম কি নিশ্চিত?

উওর: না সবার জন্য না। আপনি কাজ শিখে বসে থাকবেন তাদের জন্য ইনকাম নিশ্চিত না, যারা শুধুমাত্র ধৈর্য্য, মেধা এবং প্ররিশম করবে এবং বিনিয়োগ সঠিক ভাবে করবে তাদের ইনকাম নিশ্চিত হবে।

১৪. সি পি এ (CPA) ক্যারিয়ার কেমন?
উওর: সি পি এ হলো বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস। অনলাইনে আয়ের একটি বড় মাধ্যম হলো সি পি এ (CPA)। শুধুমাত্র সঠিক গাইডলাইন ও দিক নির্দেশনার অভাবে অনেকেই এই মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করতে পারছেন না। এখানে বড় সুবিধা হল আপনি কোন প্রকার বিড করা ছাড়াই কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সটি সম্পন্ন করে আপনিও হতে পারেন এই বিলিয়ন ডলারের মার্কেটপ্লেস এর যোগ্য উত্তরসূরী।

১৫. সি পি এ (CPA) থেকে কত সময় লাগবে ইনকাম করতে?
উওর: ভালভাবে কাজ করলে কোর্স চলাকালীন সময়ে আপনি ইনকাম করতে পারবেন।

১৬. সি পি এ (CPA) থেকে প্রতিদিন কত ইনকাম করা যাবে?
উওর: ফ্রি ট্রাফিকে কাজ করলে প্রতিদিন 10- 20 ডলার ইনকাম করা যায়। আর পেইড ট্রাফিকে কাজ করলে ইনকাম হয় বহুগুন।

১৭. আপনাদের সি পি এ (CPA) কোর্স করার পর সকলের ইনকাম কি নিশ্চিত?
উওর: ১০০% নিশ্চিত। তবে অব্যশই আমাদের দেখানো পদ্ধতিতে কাজ করতে হবে।

আপনি সি পি এ (CPA) বিজনেস দিয়ে আপনার অনলাইন ক্যারিয়ার শুরু করতে চাইলে আমাদরে Professional CPA Course করতে পারেন।

ওয়েব সাইটে বিস্তারিত আছে :Matrix It Solutions ক্লিক করুন

🏠 সপ্তাহের ৭ দিনই আমাদের অফিস খোলা ,আজই চলে আসুন নিচের ঠিকানায়ঃ
104, boro bazar(Capital Super Market)1st Floor Room-43,Green Road, (আনন্দ সিনেমা হলের ও ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে, এবং কাশুন্দী রেস্তোঁরা এর বিপরীত পাশে), Farmgate, Tejgaon, Dhaka, Bangladesh 1215


র্সোস লিংক
খবরটি টেকটুইটস থেকে নেওয়া
Thank you for reading this article on ফ্রিল্যান্সিং এবং সি পি এ মার্কেটিং নিয়ে সাধারন কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles:

  • অ্যালামনাইদের দারুণ প্লাটফর্ম গ্র্যাজুয়েট নেটওয়ার্ক !
  • ৯৪৯৯ টাকায় ‘প্রিমো এইচএম৫’ স্মার্টফোনের ৪জিবি র‍্যাম ভার্সন!
  • স্বল্পমূল্যে বাজারে ৩ জিবি র‍্যামের স্মার্টফোনগুলো!
  • রবি নতুন ইন্টারনেট অফারস ২০২০ । আজই জানুন!!
  • Ecoin এয়ারড্রপে জয়েন করেছেন? ১০ সেকেন্ডেই নিয়ে নিন ৪০০টাকা ।।
  • টিকটক ও লাইকি স্টার দের জন্য বেস্ট বাজেট স্মার্টফোন!!
  • Marketing Basic Site Article List [Bangla]
  • দেড় টনের ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের ‘সুপারসেভার’ রিভারাইন এসি!
  • সাশ্রয়, কার্যক্ষমতা, সুবিধা ও দক্ষতা সব বিচারে ক্রিস্টালাইন এসি কতটা এগিয়ে?
  • ৬ জিবি র‍্যাম এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন প্রিমো এস৭ প্রো!
  • Related article :