জনপ্রিয় থিংকপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ থিংকপ্যাড ই৪৮০ বাজারে এনেছে লেনোভো। এর ফলেই ভারতে কোম্পানির থিংকপ্যাড ই সিরিজের মুকুটে নতুন পালক যোগ হল। ছোট ও মাঝারী ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই ল্যাপটপ ডিজাইন করেছে কোম্পানি।
এই ল্যাপটপে রয়েছে লেটেস্ট অষ্টম জেনারেশান ইন্টেল কোর প্রসেসার আর ৩২ জিবি পর্যন্ত র্যাম । ১১ গ্রেড মিলিটারি স্পেসিফিকেশান সহ স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট এই ল্যাপটপ তোরী করেছে লেনোভো। লেনোভো জানিয়েছে থিংকপ্যাড ই৪৮০ তে ১৩ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
লেনোভো থিংকপ্যাড ই৪৮০ তে রয়েছে একটি ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ল্যাপটপের বিভিন্ন ভেরিয়েন্টের ভিতরে থাকবে ইন্টেল কোর আই৩, কোর আই৫ আর কোর আই৭ প্রসেসার। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই ল্যাপটপে ৩২ জিবি পর্যন্ত র্যাম থাকবে। এর সাথেই থিংকপ্যাড ই৪৮০ তে অপশানাল ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে। এই ল্যাপটপে ৫০০ জিবি পর্যন্ত হার্ড ড্রাইভ ও ৫০০ জিবি পর্যন্ত এসএসডি থাকবে। থিংকপ্যাড ই৪৮০ তে থাকবে ব্যাকলিট কি-বোর্ড।
লেনোভো থিংকপ্যাড ই৪৮০ তে ব্যবহার হয়েছে অ্যাডভান্সড ডলবি অডিও স্পিকার। এই ব্যাটারিতে তিন থেকে পাঁচ বছরের ওয়্যারেন্টি দেবে লেনোভো। লেনোভো থিংকপ্যাড ই৪৮০ এর দাম শুরু হচ্ছে ৩২ হাজার ৯৯৯ টাকা থেকে।
The post স্বল্প মূল্যের আকর্ষণীয় ল্যাপটপ আনলো লেনোভো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া