চীনের বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি দিনে দিনে কমতে থাকায় দেশটিতে ফোনের উৎপাদনও কমিয়ে এনেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য ও স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান । আর দ্রুত বর্ধমান ভারত এবং ভিয়েতনামে স্মার্টফোন উৎপাদনের দিকে নজর দিয়েছে প্রতিষ্ঠানটি । খবর আইএএনএস-এর।
চীনে উৎপাদন কমানোর কথা বলা হলেও দেশটিতে তিয়ানজিন স্যামসাং টেলিকমিউনিকেশন কর্পোরেশনের উৎপাদন সারি বন্ধ করা হয়েছে কিনা তা স্পষ্ট করে জানানো হয়নি।
এদিকে বিশ্লেষকরা মনে করেন, চীনে গ্রাহকদের চাহিদা মেটাতে আরও বেশী কিছু করা উচিত স্যামসাংয়ের।
চলতি বছরের জুলাই মাসে ভারতে ৩৫ একরের নতুন একটি কারখানা উন্মোচন করেছে স্যামসাং। মোবাইল উৎপাদনকারী বিশ্বের সবচেয়ে বড় কারখানা দাবি করা হয়েছে একে।
ভারতে বর্তমানে ৬.৭ কোটি স্মার্টফোন উৎপাদন করছে স্যামসাং। নতুন কারখানা চালু হলে দেশটিতে ১২ কোটি স্মার্টফোন উৎপাদনের আশা করছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি।
The post চীনে স্মার্টফোন উৎপাদন কমলেও বাড়ছে ভারতে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া