ইউটিউব বা ইন্সটাগ্রামের ছবি ও ভিডিও দেখা যাবে হোয়াটসঅ্যাপেই। অ্যানড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন বলে জানা গিয়েছে।
এই নতুন ব্যবস্থাকে বলা হচ্ছে পিকচার টু পিকচার মোড। এর ফলে এই মেসেজিং অ্যাপ খুললেই চলে যাওয়া যাবে ওই দুটি প্ল্যাটফর্মে। তবে এখনই নয় এই সুবিধা পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
রিপোর্ট বলছে মাত্র কয়েকদিন আগে প্রযুক্তির উন্নতি ঘটিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে এখনও গ্রাহকরা তার সুবিধা পেতে শুরু করেননি।
এই ইউটিউব ও ইনস্টাগ্রামের সুবিধা গ্রাহকদের দিতে গত কয়েক মাস ধরে কাজ করে চলেছে সংস্থা। আর তাই আগামী কয়েকটি আপডেটের মধ্যে হোয়াটসঅ্যাপে ইউটিউব ও ইনস্টাগ্রামের ভিডিও দেখার সুযোগ হতে পারে গ্রাহকদের। তবে সেটা কবে হবে তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া এটাও জানা গিয়েছে আপাতত ইনস্টাগ্রামের ভিডিও দেখা যাবে না। সেই সুবিধা মিলবে আরও কিছু দিন পর থেকে।
The post ইউটিউব ও ইনস্টাগ্রামের ভিডিও দেখা যাবে হোয়াটসঅ্যাপে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া