অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হলো আইফোন X, যার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। আর এলজি’র এই বিশেষ সংস্করণের স্মার্টফোনটির মূল্য ১৮০০ ডলার, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টে নতুন এলজি সিগনেচার এডিশন (২০১৮) লঞ্চ করল এলজি। দক্ষিণ কোরিয়ায় এই স্মার্টফোন লঞ্চ হয়েছে। প্রিমিয়াম স্পেসিফিকেশান সহ এই ফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে গ্রাহক চাইলে নিজের নাম ফোনের পিছনে খোদাই করে নিতে পারবেন। এলজি সিগনেচার এডিশন (২০১৮) ফোনের সাথে একটি (B & O) হেডফোন বিনামূল্যে দেবে কোম্পানি।
এলজি সিগনেচার এডিশন (২০১৮) ফোনে অ্যান্ড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চলবে। ছয় ইঞ্চি ওলেড পর্দা থাকবে ডিভাইসটিতে। আর চার জিবির পরিবর্তে ছয় জিবি র্যাম থাকবে এতে। আর স্মার্টফোনটির ইন্টার্নাল স্টোরেজ হবে ২৫৬জিবি। এলজি সিগনেচার এডিশন (২০১৮)এর ভিতরে একটি স্ন্যাপড্রাগন৮৪৫ চিপসেট থাকবে।
ছবি তোলার জন্য এলজি সিগনেচার এডিশন (২০১৮) তে দুটি ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এর সাথেই ফোনের পিছনে একটি এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। সেলফি তোলার জন্য এলজি সিগনেচার এডিশন (২০১৮) তে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। এই ফোনের ভিতরে একটি ৩ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যাটারি ব্যবহার হয়েছে।
The post আইফোন এক্স এর থেকেও বেশি দামে ফোন আনলো এলজি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া