৯ আগস্ট এক ইভেন্টে গ্যালাক্সি নোট ৯ ফোন লঞ্চ করবে স্যামসাং। এর সাথেই এই ইভেন্টে একাধিক প্রোডান্ট লঞ্চ করা হবে। এর মধ্যেই অন্যতম ওয়ারলেস চার্জিং ডু। সম্প্রতি এক রিপোর্টে ওয়ারলেস চার্জিং ডু-র ছবি প্রকাশিত হল। এর সাথেই গ্যালাক্সি ওয়াচ নতুন সার্টিফিকেশান পেয়েছে বলে জানা গিয়েছে।
মোবাইলটেলিফোন ওয়েবসাইটে এক রিপোর্টে জানা গিয়েছে রাশিয়ায় ওয়ারলেস চার্জিং ডু এর দাম হবে প্রায় ৭৭ হাজার টাকা। ফাঁস হওয়া ছবিতে যে বাক্সে এই ডিভাইস বিক্রি হবে তা দেখা গিয়েছে। এই বাস্কের ভিতরে ওয়ারলেস চার্জিং ডু এর সাথে একটি ইউএসবি কেবেল একটি অ্যাডাপটার ও ইউজার ম্যানুয়ান থাকবে। ওয়ারলেস চার্জিং ডু দিয়ে একসাথে দুটি ডিভাইস চার্জ করে যাবে। একসাথে দুটি স্মার্টফোন বা একটি স্মার্টফোন ও একটি গ্যালাক্সি ওয়াচ চার্জ করা যাবে।
9 আগস্ট এই ইভেন্টে লঞ্চ হবে নতুন গ্যালাক্সি ওয়াচ। এই ডিভাইসের মডেল নম্বরগুলি হল SM-R800, SM-R805N, SM-R810 আর SM-R815N। আগে এক রিপোর্টে জানা গিয়েছিল দুটি আলাদা ডায়ান সাইজে গ্যালাক্সি ওয়াচ লঞ্চ করবে স্যামসাং। এই স্মার্টওয়াচে টিজেন ওএস অপারেটিং সিস্টেম চলবে। ১.২ ইঞ্চি ও ১.৩ ইঞ্চি ডিসপ্লে সাইজে গ্যালাক্সি ওয়াচ পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য নতুন গ্যালাক্সি ওয়াচ-এ এলটিই,ওয়াইফাই আর ব্লুটুথ ব্যবহার করা হয়েছে।
The post আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ ও ওয়ারলেস চার্জিং ডু appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া