নতুন তিনটি ফোন বিক্রি শুরু করল নকিয়া। নকিয়া ২.১ , নকিয়া ৩.১ ৩জিবি র্যাম ভেরিয়েন্ট আর নকিয়া ৫.১ ফোন তিনটি ভারতে বিক্রি শুরু করেছে এইচএমডি গ্লোবাল।
বৃহষ্পতিবার ভারিতে এই তিনটি ফোন লঞ্চ করা হয়েছিল। গত মাসেই ভারতে নকিয়া ৩.১, ২ জিবি র্যাম ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল। এই তিনটি ফোনেই লেটেস্ট অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চলবে। এর মধ্যে নকিয়া ২.১ ফোনে অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম দেখা যাবে।
নকিয়া ২.১ এ থাকবে অ্যান্ড্রয়েড অরিও ( গো এডিশন)। এই ফোনে থাকবে একটি ৫.৫ ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট এর সাথেই থাকবে ১ জিবি র্যাম আর ৪ হাজার এমএএইচ ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
নকিয়া ২.১ এ রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
নকিয়া ৩.১ চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে ৫.২ ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০ চিপসেট আর ২জিবি/৩জিবি র্যাম ।
নকিয়া ৩.১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ২৯৯০ এমএএইচ ব্যাটারি থাকবে নকিয়া ৩.১ এ। ১৬ জিবি/৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
নকিয়া ৫.১ চলবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে ৫.৫ ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫৫ এস চিপসেট আর ২জিবি/৩জিবি র্যাম ।
নকিয়া ৫.১ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৩ হাজার এমএএইচ ব্যাটারি থাকবে নকিয়া ৫.১ এ। ১৬ জিবি/৩২জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।
ভারতে নকিয়া ২.১ এর দাম ৬ হাজার ৯৯৯ টাকা। তিনটি মেটালিক কালার ভেরিয়েন্টে ভারতে নকিয়া ২.১ পাওয়া যাবে। নকিয়া ৩.১, ৩জিবি র্যাম ভেরিয়েন্টের দাম ১১ হাজার ৯৯৯ টাকা। আর নকিয়া ৫.১ এর দাম ১৪ হাজার ৪৯৯ টাকা। এই দুটি ফোনও তিনটি আলাদা কালার ভেরিয়েন্টে ভারতে কেনা যাবে।
The post তিনটি মিডরেঞ্জ স্মার্টফোন বিক্রি শুরু করল নকিয়া appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া