সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করবে অ্যাপল। তার আগেই একাধিক রিপোর্টে নতুন আইফোন-এর স্পেসিফিকেশান ও ফিচার সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে নতুন আইফোন-এর দাম জানা গেল।
এই বছরে তিনটি আলাদা আইফোন উন্মোচন করবে অ্যাপল। এর মধ্যে একটি ওএলইডি ডিসপ্লে সহ আইফোন এক্স নতুন জেনারেশান, একটি ৬.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আইফোন ও একটি ৬.১ ইঞ্চি এলসিডি ভেরিয়েন্টের আইফোন। ট্রেন্ড ফোর্স নামে এক গবেষণা সংস্থা এই তিনটি নতুন আইফোন-এর দাম প্রকাশ করেছে। ৬৯৯ মার্কিন ডলার (৪৯ হাজার টাকা) থেকে ৯৯৯ মার্কিন ডলারের (৭০ হাজার ১০০ টাকা) মধ্যে এই ফোনগুলি কেনা যাবে। ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের আইফোন –এর দাম হবে ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের (৫২ হাজার ৬০০ টাকা) মধ্যে। এটি এই বছর উন্মোচন হওয়া সবথেকে কম দামের আইফোন। ৬.১ ইঞ্চি এলসিডি ডিসপ্লের এই আইফোন-এ ৩ জিবি র্যাম আর ৬৪ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ ফেস আইডি ফিচার থাকবে।
আইফোন এক্স এর বড় ভাই ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের নতুন আইফোন এর দাম হবে ৮৯৯ মার্কিন ডলার (৬৩ হাজার ১০০ টাকা) থেকে ৯৪৯ মার্কিন ডলারের (৬৬ হাজার ৬০০ টাকা) মধ্যে। সব থেকে দামি ৬.৫ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের আইফোন-এর দাম হমে ৯৯৯ মার্কিন ডলার।
The post নতুন আইফোন-এর দাম কত হবে? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া