প্রথম ফোনের তুমুল জনপ্রিয়তার পর রিয়েলমি আনছে তাদের দ্বিতীয় ফোন রিয়েলমি ২। মঙ্গলবার উন্মোচন হল রিয়েলমি ২। নতুন দিল্লিতে এক ইভেন্টে উন্মোচন হল এই ফোন। এই বছরের শুরুতেই নতুন সাব ব্র্যান্ড রিয়েলমি উন্মোচন করেছিল অপো। এই ব্র্যান্ডের প্রথম ফোন রিয়েলমি ১ বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার বাজারে এলো এই ব্র্যান্ডের দ্বিতীয় স্মার্টফোন রিয়েলমি ২।
ডুয়াল সিম রিয়েলমি ২ তে অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব কালার ওএস ৫.২ স্কিন। রিয়েলমি ২ তে রয়েছে ৬.২ ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে। রিয়েলমি ২ এর ডিসপ্লের উপরে একটি কালো নচ থাকবে। রিয়েলমি ২ এর ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট। এর সাথেই থাকবে ৩ জিবি/ ৪জিবি র্যাম আর ৩২ জিবি/৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রিয়েলমি ২ ফোনের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
রিয়েলমি ২ ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর একটি ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য রিয়েলমি ২ তে থাকবে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
রিয়েলমি ২ তে রয়েছে একটি ৪ হাজার ২৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এর সাথেই ফোনের পিছনে থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
ভারতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের রিয়েলমি ২ এর দাম ৮ হাজার ৯৯০ টাকা। হাই এন্ড ৪জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১০ হাজার ৯৯০ টাকা। ৪ সেপ্টেম্বর থেকে ফ্লিপকাট এ রিয়েলমি ২ বিক্রি শুরু হবে। আপাতত ডায়মন্ড রেড ও ডায়মন্ড ব্ল্যাক কালারে বিক্রি শুরু হবে রিয়েলমি ২।
The post বাজারে এলো রিয়েলমির স্বল্প মূল্যের আকর্ষণীয় স্মার্টফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া