জনপ্রিয় রেন্টাল ওয়াবসাইট রেন্টমজো থেকে আইফোন সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন ভাড়া দেওয়া শুরু হল। এই ওয়েবসাইট থেকে আইফোন এক্স ,আইফোন ৮ ,গুগল পিক্সেল ২, স্যামসাং গ্যালাক্সি এস৯ আর স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি ভাড়া পাওয়া যাচ্ছে। ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে। প্রতি মাসে ২ হাজার ৯৯ টাকা থেকে ৯ হাজার ২৯৯ টাকার মধ্যে এই ফোনগুলিকে ভাড়া নেওয়া যাবে।
২৪ মাসের জন্য আইফোন এক্স ভাড়া নিলে গ্রাহককে মাসে ৪ হাজার ২৯৯ টাকা করে দিতে হবে। ৬ মাসের জন্য আইফোন এক্স ভাড়া নিলে গ্রাহককে প্রতি মাসে দিতে হবে ৯ হাজার ২৯৯ টাকা। ২৪ মাস ব্যবহারের পরে আইফোন এক্স কিনে নিতে চাইলে ১৫ হাজার ৫৫৬ টাকা দিয়ে তা কিনে নেওয়া যাবে। তবে শুরুতে ৯ হাজার ৯৯৮ টাকা সুরক্ষার জন্য জমা রাখতে হবে কোম্পানির কাছে। যাপরে ফেরত পেয়ে যাবেন গ্রাহক।
২৪ মাসের জন্য গুগল পিক্সেল ২ ভাড়া নিলে মাসে ২ হাজার ৯৯ টাকা করে দিতে হবে। ছয় মাসের ভাড়ায় দিতে হবে ৫ হাজার ৩৯৮ টাকা করে। একই ভাবে ভাড়া নেওয়ার শুরুতে গ্রাহককে সুরক্ষার জন্ম্য ৫ হাজার ৩৯৮ টাকা কোম্পানির কাছে জমা রাখতে হবে যা পরে ফেরত পেয়ে যাবেন গ্রাহক।
এই তালিকার সবকটি ফোনই খুব দামি। সাধারন মানুষের পক্ষে এই ফোন কেনা কষ্টসাধ্য। ভাড়া নিয়ে এবার দেশের সাধারন মানুষ অল্প সময়ের জন্য সেরা ফোনগুলি ব্যবহারের স্বাদ নিতে পারবেন।
The post ভাড়া মিলছে আইফোন এক্স ও গ্যালাক্সি এস ৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া