মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা নতুন ফোন আনতে বাজারে। এর মডেল হলো মটো ই৫ এবং মটো ই৫ প্লাস । মটো ই৫ প্লাস এ আছে 6 ইঞ্চি 18:9 ডিসপ্লে, বিশাল ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর লেটেস্ট স্টক অ্যান্ড্রয়েড। শুধুমাত্র অ্যামাজন থেকে মটো ই৫ প্লাস কেনা যাবে। এই বছর এপ্রিল মাসে ব্রাজিলে এই ফোন লঞ্চ করেছিল মটোরোলা। একই সাথে সেই দেশে লঞ্চ হয়েছিল মটো ই৫ আর মটো ই৫ প্লে ।
ভারতে মটো ই৫ প্লাস এর দাম ১১ হাজার ৯৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন ও মটো হাব থেকেই এই ফোন কেনা যাবে। ব্ল্যাক, ফাইন গোল্ড ও ফ্ল্যাশ গ্রে কালার ভেরিয়েন্টে ভারতে মটো ই৫ প্লাস কেনা যাবে। ১১ জুলাই রাত ১২ টা থেকে এই ফোন কেনা যাবে।
মটো ই৫ প্লাস স্মার্টফোনটিতে থাকছে ডুয়াল সিম এবং এ চলবে স্টক অ্যান্ড্রয়েড ৮ দশমিক ১। মটো ই৫ প্লাস এ থাকবে একটি ৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। মটো ই৫ প্লাস এ থাকবে স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট আর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ।
মটো ই৫ প্লাস স্মার্টফোনটিতে থাকছেকোম্পানির নিজস্ব টার্বো পাওয়ার চার্জিং টেকনোলজি। মটো ই৫ প্লাস এর বাক্সের সাথে একটি ১৫ওয়াড় ফাস্ট চার্জার দেবে কোম্পানি। এই চার্জারে পাত্র ১৫ মিনিটে ৬ ঘন্টার চার্জ পাওয়া যাবে। এছাড়াও মটো ই৫ প্লাস এ থাকবে একটি ১২মেগাপিক্সেল অটোফকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য মটো ই৫ প্লাস এর সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
The post নতুন ফোন আনলো মটোরোলা জেনেনিন কি থাকছে এই ফোনে appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া