আগামী ১৯ জুলাই ভারতে লঞ্চ হবে ভিভো নেক্স এস। নেক্স এস এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের পপ আপ সেলফি ক্যামেরা, বিশাল ৯১ দশমিক ২৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। জুন মাসে চিনে নেক্স সিরিজের দুটি ফোন লঞ্চ করেছিল ভিভো। কোম্পানির লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পত্রে কোন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ হবে তা জানানো হয়নি।
তবে একাধিক রিপোর্টে জানা গিয়েছে ভারতে শুধুমাত্র ভিভো নেক্স এস ফোনটি লঞ্চ করবে ভিভো। ভারতে এই ফোনের নাম হবে ভিভো নেক্স । এই দেশে ভিভো নেক্স এর দাম হতে চলেছে ৪৮ হাজার ৯৯০ টাকা।
সম্প্রতি অপো তাদের পপ আপ ক্যামেরার ফ্ল্যাগশিপ ফাইন্ড এক্স ভারতে ৫৯ হাজার ৯৯০ টাকায় লঞ্চ করেছে। ভিভো নেক্স এর দাম এই ফোনের থেকে অনেকটাই কম হবে।
শুধুমাত্র অ্যামাজন থেকেই এই ফোন কেনা যাবে। ১৯ জুলাই দুপুর ১টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
এই রিপোর্টে বলা হয়েছে ভিভো নেক্স এর সাথে পুরনো ফোনের এক্সচেঞ্জে অতিরিক্ত ৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।
ভিভো নেক্স এস এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। ভিভো নেক্স এস এ রয়েছে ৬ দশমিক ৫৯ ইঞ্চি এফএইচডি প্লাস সুপার অ্যালুমিনিয়াম ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯ দশমিক ৩ : ৯ । ভিভো নেক্স এস এর ভিতরে আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ জিবি র্যাম, ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ভিভো নেক্স এস এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১২ মেগাপিক্সেল। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। ভিভো নেক্স এস এর ভিতরে রয়েছে একট ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।
The post ভিভো নেক্স ফোনের দাম ফাঁস, থাকছে পপ আপ ক্যামেরা appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া