চলছে শেষ দিনের স্মার্টফোন ও ট্যাবলেট মেলা। যেখানে সকাল থেকে দর্শনার্থীদের আনাগোনা লক্ষ করা গেছে। বেলা যতই গড়াচ্ছে মানুষের ভিড় ততই বাড়ছে। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, দ্বিতীয় দিনে খুব ভালো বেচা-বিক্রি হয়েছে। শেষ দিনেও তারা বিপুল পরিমান সেল হবে বলে আশা প্রকাশ করেন। উই স্মার্ট সল্যুউশনের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং ও কমিউনিকেশন মুনতাসির আহমেদ বলেন, মেলায় যত বেলা হচ্ছে, বিক্রির পরিমাণ ততই বাড়ছে। আশা করছি দুপুর থেকে রাত পর্যন্ত আরও বাড়বে।
কথা হয় বেসরকারি চাকুরিজীবী পুলক এর সাথে। তিনি বলেন, পরিবার নিয়েই মেলায় এসেছি স্মার্টফোন কিনতে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অবশেষে ভিভো ওয়াই৮১ সেটটি কিনলাম। ছাড় পাইনি, তবে একটি ব্যাগ উপহার দিয়েছে। তবে ভালো লাগছে একসাথে সব ব্র্যান্ডগুলো দেখে পরখ করে কিনতে পারলাম।
এবারের মেলায় ট্যাবলেটও পাওয়া যাচ্ছে। মেলায় স্যামসাং, টেকনো, সিম্ফনি, উই, হুয়াওয়ে, নকিয়া, ভিভো, আইফোন, লাভা, উইনম্যাক্স, লেনেভো, ডিটেইল, উইমিডিজি, সোলার ইলেক্ট্রোসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
এছাড়াও, প্রথমবারের মতো মেলায় বিক্রি হচ্ছে অ্যাপলের আইফোন ও আইপ্যাড। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হয়েছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও।
সকাল থেকেই মেলায় অংশ নেওয়া বিভিন্ন মোবাইল ব্র্যান্ডগুলো প্রথম দিনের ছাড় অফারগুলো অব্যাহত রেখেছে। মেলায় প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন দুটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন চারটি। এছাড়াও, চারটি প্যাভিলিয়ন ও ছয়টি স্টল থাকছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র ও সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।
The post ছাড় ও চমকে শেষ হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট মেলা appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া