সফর্টওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি প্রাইমেক্স সিস্টেমসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিডি২৪লাইভ ডটকম।
শনিবার (২১ জুলাই) নিজ কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন, বিডি২৪লাইভের এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ ও প্রাইমেক্স সিস্টেমসের সিইও জাহিদ বিন হাবিব ।
এই চুক্তির ফলে প্রাইমেক্স সিস্টেমস বিডি২৪লাইভ নামে একটি মোবাইল অ্যাপ পাঠকদের জন্য উন্মুক্ত করবে। যার মাধ্যমে নিউজ পোর্টালটির গুরুত্বপূর্ণ খবর পাঠকরা জানতে পারবে। এছাড়াও ব্রেকিং নিউজ এ্যালার্ট ও লাইভ খেলাসহ যাবতীয় আপডেট পাওয়া যাবে অ্যাপটিতে।বিজ্ঞপ্তি।
The post প্রাইমেক্স সিস্টেমসের সঙ্গে বিডি২৪লাইভের চুক্তি appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া