লঞ্চের কয়েক দিনের মধ্যেই মারাত্মক সমস্যা ধরা পড়ল ম্যাকবুক প্রোতে

কিছুদিন আগেই নতুন জেনারেশানের ইন্টেল প্রসেসার সহ নতুন ম্যাকবুক প্রো বাজারে এনেছিল অ্যাপল। ১৩ ইঞ্চি ও ১৫ইঞ্চির নতুন এই ম্যাকবুক প্রো গুলিতে ব্যবহার হয়েছে অষ্টম জেনারেশানের কোরআই ৫, কোরআই ৭ আর কোরআই ৯ প্রসেসার। এর মধ্যে টপ মডেল ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো তে ব্যবহার হয়েছে কোরআই৯ -৮৯৫০ এইচকে প্রসেসার। এই প্রসেসারেরর বেস ক্লক স্পিড ২ দশমিক ৯ গিগাহার্জ । তবে ইনটেল এর টার্বো বুস্টিং টেকনোলজি ব্যবহার করে এই প্রসেসারে ৪ দশমিক ৮ গিগাহার্জ পর্যন্ত ক্লক স্পিড পৌঁছাতে পারে। তবে এক ভিডিও রিভিউয়ার দাবি করেছেন ম্যাকবুক প্রো এর ডিজাইনে আসমস্যার জন্য এই ল্যাপটপে কোরআই৯ -৮৯৫০ এইচকে প্রসেসারে বেস ক্লক স্পিডে চলতে পারছে না এই ডিভাইস।

নিজের ইউটিউব চ্যানেল (দেভা২ডি) তে জনপ্রিয় টেক ইউটিউবার ডেভ লি দেখিয়েছেন ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডোবি প্রিমি প্রো দিয়ে রেন্ডার করার সময় সালের কোরআই৭ প্রসেসারের ম্যাকবুক প্রো তে ২০১৮ সালের কোর আই৯ ম্যাকবুক প্রো ল্যাপটপ থেকে কম সময় লেগেছে। একই ভিডিও রেন্ডার করতে ২০১৭ সালের কোরআই ৭ প্রসেসারের ম্যাকবুক প্রো তে ৩৫ মিনিট ২২ সেকেন্ড সময় লেগেছে। অন্যদিকে ২০১৮ সালের কোর আই ৯ ম্যাকবুক প্রো ল্যাপটপে এই একই ভিডিও রেন্ডার করতে সময় লেগেছে ৩৯ মিনিট ৩৭সেকেন্ড।

ইউটিউব এ পোস্ট করা এই ভিডিওতে ডেভ বলেন, “টার্বো বুস্টিং এর কথা ভুলে যান, নতুন এই ম্যাকবুক প্রো ল্যাপটপ নিজের বেস ক্লক স্পিডেও চলতে পারে না। যা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।” এই ভিডিওতে তিনি ব্যাক্ষা করে জানিয়েছেন দারুন ক্ষমতাশালী এই সিপিইউ কে কিভাবে যথেষ্ট ভালো ডিজাইনের অভাবে এই ল্যাপটপে সঠিক ভাবে ব্যবহারে অক্ষম হয়েছে অ্যাপল। বেশি দামের এই ল্যাপটপ এতটা গরম হয়ে যাওয়ার ঘোটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন লি।

প্রধাণত প্রফেশানালদের ব্যবহারের কথা মাথায় রেখে ম্যাকবুক প্রো ডিজান করে অ্যাপল। কয়েক লক্ষ টাকা দিয়ে এই ল্যাপটপ কিনে কোন প্রফেশানাল এই কথা শুনতে চাইবেন না যে তাঁদের ল্যাপটপে ডিজাইনের খামতির জন্য এই ল্যাপটপ অস্বাভাবিক গরম হয়ে ওঠে। যদিও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞাপনে দেখানো হচ্ছে এই ল্যাপটপের কোর আই৯ প্রসেসারের বেস স্পিড ২ দশমিক ৯ গিগাহার্জ সহ এই ল্যাপটপে টার্বো বুস্টিং সাপোর্ট পাওয়া যাবে। আশা করা হচ্ছে শিঘ্রই ফার্মওয়্যার আপডেট করে এই ল্যাপটপের পারফর্মেন্সে উন্নতি আনতে পারে অ্যাপল।

The post লঞ্চের কয়েক দিনের মধ্যেই মারাত্মক সমস্যা ধরা পড়ল ম্যাকবুক প্রোতে appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on লঞ্চের কয়েক দিনের মধ্যেই মারাত্মক সমস্যা ধরা পড়ল ম্যাকবুক প্রোতে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: