শনিবার (২৮ জুলাই) শুরু হচ্ছে দিনব্যাপী ‘সিসকো আইওটি হ্যাকাথন’। আয়োজনে অংশ নিতে ৯৮ টি দল রেজিস্ট্রেশন করেছে। অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর কন্টিনিউইং ইডুকেশন সেন্টার এই হ্যাকাথনের আয়োজন করেছে।
তার মধ্যে বুয়েট, রুয়েট, কুয়েট ও এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। দিনব্যাপী এ আয়োজনে থাকবে অংশগ্রহণকারী দলগুলোর উদ্ভাবনী আইডিয়াগুলোর প্রদর্শনী, গ্রুমিং ও পর্যবেক্ষণ প্রক্রিয়া।
বিচারকদের চূড়ান্ত রায়ে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। এবারের বিজয়ী দল পাবে ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান জয়ী দল পাবে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।
The post কাল থেকে এআইইউবিতে আইওটি হ্যাকাথন appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া