গত অর্থবছরে দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে এক কোটি ৪৪ লাখ ৪৩ হাজার ইন্টারনেট সংযোগ বেড়েছে। এতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাড়িয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৯০ হাজার। অপর দিকে ওই সময়ে এক কোটি ৪৯ লাখ ৬৩ হাজার মোবাইল সিম সংযোগ বেড়েছে।
ফোরজি সেবা চালু হওয়ার কারণে শেষ দিকে বাড়ার হার বেশি। তথ্য সুত্রে দেখা যায়, গত অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৭১ লাখ ৫৯ হাজার ইন্টারনেট সংযোগ বেড়েছে। আর শেষ ছয় মাসে বেড়েছে ৭৩ লাখ সাত হাজার। আর ইন্টারনেট সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একটু খারাপ সময় গেছে।
সংশ্লিস্টদের মতে, ফেব্রুয়ারিতে দেশে ফোরজি সেবা চালু হওয়ার কারণে শেষ দিকে এসে নতুন ইন্টারনেট সংযোগ যেমন বেড়েছে, একই সঙ্গে অনেক বন্ধ সংযোগও আবার চালু হয়েছে।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থ বছরে দেশে মাত্র ৪৬ লাখ মোবাইল সংযোগ বৃদ্ধি পেয়েছিল। ২০১৬ সালের মাঝামাঝি পর্যায়ে চলা বায়োমেট্টিক নিবন্ধনের ফলে শেষ দিকে এসে সংযোগ অনেক পড়ে গিয়েছিল। সে কারণে সামগ্রিক হিসাবে এর প্রভাব পড়ে।তবে গত অর্থবছরে কার্যকর সংযোগ বৃদ্ধির হার বেশি হওয়ায় খুশী মোবাইল ফোন অপারেটরা।বায়েমেট্টিকের ওই ধাক্কার পরে ২০১৬-১৭ অর্থবছরে দেশে এক কোটি ৫৭ হাজার সংযোগ বৃদ্ধি পেয়েছিল।
The post গত অর্থবছরে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে ২০% ভাগ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া