বাইকপ্রেমীদের জন্য ‘টিভিএস ঈদ উৎসব অফার ২০১৮’ নামে একটা অফারের ঘোষণা করেছে টিভিএস অটো বাংলাদেশ।
এই অফারের আওতায় টিভিএস মোটরসাইকেলের সবকটি মডেলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অফারটি চলবে মজান মাসজুড়ে।
টিভিএস অটোস জানিয়েছে, ঈদ অফারের আওতায় সকল মডেলের মোটরসাইকেলে ছাড় পাওয়া যাবে। অফারটি চলবে ঈদ পর্যন্ত ।
এই অফারের আওতায় টিভিএস আরটিআর ১৬০ ডুয়েল ডিস্ক মডেলের বাইকটি ১ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা থেকে ৭ হাজার কমে এটি এখন বিক্রি হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকায়।
একই মডেলের সিঙ্গেল ডিস্ক ভার্সনের দাম ৭ হাজার টাকা কমে এখন এটি বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৯০০ টাকায়।
টিভিএসের ১২৫ সিসির জনপ্রিয় মডেল স্টাইকার ৭ হাজার টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ১ লাক ২২ হাজার টাকায়।
কমিউটার সেগমেন্টের মেট্রো প্লাসের ডিস্ক ব্রেক ভার্সনের আগের দাম ছিল ১ লাখ ২৯ হাজার টাকা। এখন এটি পাওয়া যাচ্ছে ১ লাখ ১৬ হাজার টাকায়।
একই মডেলের ড্রাম ব্রেক ভার্সনটি পাওয়া যাচ্ছে ১ লাখ ১২ হাজার টাকায়। এর দাম কমেছে ৬ হাজার টাকা।
টিভিএসের জনপ্রিয় ও সবচেয়ে কম দামের বাইক মেট্রোরও দাম কমেছে। মেট্রোর সেলফ স্টার্টার ভার্সনটি ১ লাখ ৪ হাজার ৯০০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার টাকা।
মেট্রোর কিক স্টার্ট ভার্সন পাওয়া যাচ্ছে মাত্র ৮৯ হাজার ৯০০ টাকায়। এর পূর্বের দাম ছিল ৯৫ হাজার ৯০০ টাকা।
অফারগুলো টিভিএসের সকল শোরুম ও ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে।
টেকজুমটিভি/এমআইজে
The post মোটরসাইকেলে বিশেষ অফার দিচ্ছে টিভিএস appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া