সিম্ফনি মোবাইলে ১লা বৈশাখ ১৪২৫ উৎযাপন হয়। সিম্ফনি মোবাইলের হেড অফিস র্যাংগস ব্যাবিলনিয়াতে অফিসের সকলে মিলিত হয় এবং পহেলা বৈশাখ এর শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া বিকালে এডিসন কালচারাল ক্লাব এর উদ্দ্যেগে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থানা পরিচালক, জাকারিয়া শাহীদ এবং বিটিআরসির ভাইস চেয়ারম্যান, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। এসময় এডিসন গ্রুপ এর অন্যান্য কমর্কতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাকারিয়া শাহীদ সকলকে নতুন বছরের শুভেচছা জানান এবং সবাইকে মিলিতভাবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
আহসান হাবিব খান জানান বাংলাদেশের কর্পোরেট হাউজ গুলো পহেলা বৈশাখ উৎযাপন করছে এটা দেশের জন্য খুবই গর্বের বিষয়। কারণ প্রত্যেকটি কর্পোরেট হাউজই কোন না কোন ভাবে দেশের বাইরের কোম্পানির সাথে যুক্ত। তাই বিদেশীরাও আমাদের এই উৎসব সম্পর্কে জানতে পারছেন।
The post সিম্ফনি মোবাইলের বৈশাখ ১৪২৫ উৎযাপন appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া