ক্যাম্পাসে কর্মরত দেশের সকল দৈনিক সংবাদপত্রের প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে ওয়েজবোর্ড অন্তর্ভুক্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওয়েজবোর্ড ভুক্তির দাবি জানিয়ে যৌথ বিবৃতি প্রদান করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সরকার এরই মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠনের মাধ্যমে সাংবাদিকদের দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তবে ক্যাম্পাসে সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি একজন ক্যাম্পাস প্রতিনিধি গণমাধ্যমে যথাযথ কাজ করলেও অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের কাজকে মূল্যায়ন করা হয় না। যদিও দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের অবদানের বিষয়টি বিবেচনা করে সাংবাদিকদের জন্য “বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিনিধি/সংবাদদাতা” পদটি ওয়েজবোর্ড অন্তর্ভূক্তির জন্য ব্যবস্থা নিতে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, ওয়েজবোর্ডের সম্মানিত চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যদের প্রতি আহ্বান জানান।’
The post ক্যাম্পাস সাংবাদিকদের ওয়েজবোর্ড গঠনের দাবি রাবি প্রেসক্লাবের appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া