জাপানের বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এবার সে প্রযুক্তি অনেকটা পুরনো হয়ে গেছে বলেই মনে করছে জাপানিরা। তাই নতুন ডিজাইনে বুলেট ট্রেন তৈরি করা হয়েছে। শিনকানসেন এন৭০০এস বা সিনকানসেন সুপ্রিম নামে নতুন প্রজন্মের বুলেট ট্রেনের মডেল উন্মোচন করা হয়েছে। নতুন ট্রেনগুলো আগের তুলনায় সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে। নির্মাতারা বলছেন, নতুন বুলেট ট্রেনগুলো রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে।
যদিও জাপানের বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এবার সে প্রযুক্তি অনেকটা পুরনো হয়ে গেছে বলেই মনে করছে জাপানিরা। তাই নতুন ডিজাইনে বুলেট ট্রেন তৈরি করা হয়েছে।
আগামী ২০২০ সালে জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। সে অলিম্পিকে পুরনো ট্রেনের বদলে নতুন প্রজন্মের বুলেট ট্রেনে চড়তে পারবেন সারা বিশ্ব থেকে আগত দর্শনার্থীরা। বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে নতুন ডিজাইনে। আগের তুলনায় অ্যারোডায়নামিক নতুন ট্রেনগুলোর নোসের ডিজাইনটি করা হয়েছে ‘ডুয়াল সুপ্রিম উইন্ড’ অনুসরণে। এতে টানেলে প্রবেশের সময়ও বাতাসের বাধা ও শব্দ কমবে। নতুন ট্রেনগুলোর গতি অবশ্য আগের মতোই থাকছে। যা বর্তমানে ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
The post নতুন ডিজাইনের বুলেট ট্রেন আনল জাপান appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া