এই প্রথম বাজারে এলো ১০০ টেরাবাইটের ফ্লাশ স্টোরেজ। এটি বাজারে এনেছে নিমবাস ডাটা। স্টোরেজটির মডেল এক্সাড্রাইভার ডিসি১০০।
নতুন এই এসএসডিতে দ্রুত গতির রাইটিং ও রিডিং স্পিড পাওয়া যাবে। প্রতি সেকেন্ডে এইটি ৫০০ এমবি ডাটা ট্রান্সফার করতে পারে ।
৩.৫ ইঞ্চির সাটা ড্রাইভটিতে স্টোরেজের উপর গুরুত্ব দেয়া হয়েছে।
নিমবাস দাবি করছে তাদের নতুন এই স্টোরেজ বিদ্যুৎ সাশ্রয় করবে।এবং এইটি স্যামসাংয়ের ৩৭.৭২ টিবি এসএসডি) এর তুলনায় ডাটা সেন্টার বিদ্যুৎ, কুলিং এবং র্যাক স্পেসের ব্যয় ৮৫ শতাংশ কমাতে পারে।
গতবছর নিমবাস ৫০ টেরাবাইটের একটি এসএসডি বাজারে এনেছিল। এবার আনলো ১০০ টেরাবাইটের এসএসডি। ডিভাইসটিতে ৫ বছরের ওয়ারেন্টি রয়েছে।
জিএসএম এরিনা
The post বাজারে এলো ১০০ টেরাবাইটের ফ্লাশ স্টোরেজ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া