বেসিসের নতুন সভাপতি আলমাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা

বেসিসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৈয়দ আলমাস কবীর। এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফারহানা এ রহমান।ভাইস প্রেসিডেন্ট পদে শোয়েব এ মাসুদ ও মুশফিকুর রহমান দায়িত্ব পালন করবেন।শনিবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী বৈঠকে নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও ২০১৮-১৯ মেয়াদের কমিটির পরিচালক হয়েছেন তানজিদ সিদ্দিক স্পন্দন, দিদারুল আলম সানি, মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, লুনা সামসুদ্দোহা এবং ফাহিম মাসরুর।

রাজধানীর কারওয়ান বাজারস্থ বিডিবিএল ভবনের বেসিস কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত।

টিম হরাইজন থেকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং প্যানেলটির দলনেতা সৈয়দ আলমাস কবীর ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, বিজনেস অটোমেশন লিমিটেডের ডিরেক্টর শোয়েব আহমেদ মাসুদ ১৮১ ভোট, জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন ১৮০ ভোট, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান ১৮৩ ভোট এবং শুটিং স্টার লিমিটেডের এমডি দিদারুল আলম সানি ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।‘টিম দুর্জয়’ প্যানেল থেকে ফ্লোরা টেলিকম লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তাফা রফিকুল ইসলাম পেয়েছেন ১৬৬ ভোট। অন্যদিকে ‘উইন্ড অব চেইঞ্জ’ প্যানেল থেকে দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার পেয়েছেন ১৭৪ ভোট।

এবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ভোটগ্রহণ হয়েছে ৩৯৭ টি এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৫টি।

নানা ঘটনা-অঘটন পর অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। তবে শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। ভোট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে ৪ মার্চ বেসিস নির্বাচন বোর্ড প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় মনোনয়পত্র জমা দেয়া ৪০ জনের নাম ছিল। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

তবে সর্বশেষ প্রার্থীতা প্রত্যাহার করার পর নির্বাচনে তিন প্যানেলে ২৬ প্রার্থী এবং অ্যাসোসিয়েট হিসেবে ৫ প্রার্থী অংশ নেন।

The post বেসিসের নতুন সভাপতি আলমাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on বেসিসের নতুন সভাপতি আলমাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: