সময়ের সাথে সাথে ডেস্কটপের তুলনায় ল্যাপটপও জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপই রয়েছে। ল্যাপটপ কেনার সময় ব্র্যান্ড আর ল্যাপটপের কনফিগারেশন ছাড়াও অত্যন্ত গুরুত্ব দিয়ে যে বিষয়টি বিবেচনা করা হয়, সেটি হলো এর ব্যাটারি ব্যাকআপ। বহনযোগ্যতার কারণেই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই লেখায় সবচেয়ে বেশি ব্যাকআপ দিতে সক্ষম, এমন কিছু ল্যাপটপের কথা তুলে ধরা হলো।
জেনবুক ফ্লিপবুক এস ইউএক্স৩৭০
পাতলা এই ল্যাপটপটির পুরুত্ব ১১.২ মিলিমিটার এবং ওজন ১.১ কেজি। এস ইউএক্স৩৭০ মডেলের এই ল্যাপটপটিতে আছে ১৩.৩ ইঞ্চির ফুল এইচডি টাচ্ ডিসপ্লে যা (1920×1080 pixels) । ডিসপ্লেতে আসুস পেন সমর্থন করে। এতে আছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই সেভেন ৮৫৫০ইউ প্রসেসর। ১৬ জিবি র্যামের ল্যাপটপটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই পোর্টস, ইউএসবি ৩.১ পোর্ট, ইউএসবি টাইপ সি পোর্ট। ব্যাকআপের জন্য এতে ৩৯ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে।যা টানা ১১ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ।
মাইক্রোসফটের সারফেস বুক ২
এতে থাকছে ইন্টেল কোর এম৩ প্রসেসর, ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট এসএসডি স্টোরেজ। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ১০ এস ।নোটবুকটিতে আছে ১২.৩ ইঞ্চি পিক্সেলসেন্স ডিসপ্লে, ১০ পয়েন্ট মাল্টিটাচ সুবিধা, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬১৫, ডুয়েল ক্যামেরা এবং ১৩.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।
আসুস ক্রোমবুক ফ্লিপ সি৩০২
এই ল্যাপটপে রয়েছে ১২.৫ ফুল এইচডি ডিসপ্লে যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। ফলে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে ল্যাপটপ ও ট্যাবলেট দুটো হিসেবেই ব্যাবহার করতে পারবেন ৷ক্রোমবুক ফ্লিপ ল্যাপটপকে ‘প্রিমিয়াম মেটাল’ ডিভাইস হিসেবে ব্যাখা করেছে আসুস। এতে কিবোর্ডের পাশাপাশি রয়েছে ১২৮০–৮০০ পিক্সেলের ১০ দশমিক ১ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, যা দুই দিকে ভাঁজ করা সম্ভব। ফলে একজন ব্যবহারকারী চাইলে এর ডিসপ্লে পেছনের দিকে বাঁকা করে রেখে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করতে পারবেন। ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। এর ব্যাটারি ১০ ঘণ্টা অবধি ব্যাকআপ দিতে সক্ষম।
ডেল এক্সপিএস ১৩
ডেল ‘এক্সপিএস ১৩’ ল্যাপটপটি মাত্র ০.৬ ইঞ্চি পুরু। এর ওজন মাত্র ২.৬ পাউন্ড। এর কোয়াড এইচডি পর্দার রেজ্যুলেশন ৩২০০x১৮০০ পিক্সেল। এর পর্দাটিও স্পর্শকাতর। কিন্তু ম্যাকবুক এয়ারের রেজ্যুলেশন মাত্র ১৪৪০x৯০০ যা স্পর্শকাতর নয়। এর প্রসেসরটি ফিফথ জেনারেশন ইন্টেল কোর আই৫। কিন্তু ম্যাকবুক এয়ারে চতুর্থ জেনারেশন চিপ ব্যবহার করা হয়েছে। ব্যাটারিও এয়ারের চেয়ে অনেক শক্তিশালী। ল্যাপটপটির ব্যাটারি ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেয়।
The post ব্যাটারির চ্যাম্পিয়ন চার ল্যাপটপ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া