শিগগিরই নকিয়া নিও ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে বাজারে আনবে বলে জানিয়েছে নকিয়ার বর্তমান মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ।
নকিয়া নিও ফোনটির কথা মনে আছে? এক সময় এটি ছিল নকিয়া ফ্লাগশিপ ফোন। ফোনটির কদর ছিল বিশ্বজোড়া। তখন এর দামও ছিল চড়া। স্মার্টফোনের দৌরাত্ম শুরু হলে বাজার থেকে হারিয়ে যায় নকিয়া ফোন নিও।
যারা ফোনে গান শুনতে ভালোবাসেন তাদের জন্যই এই ফোন আনে নকিয়া। এই ফোনে একটার পর একটা গান বাজানো, সাউন্ড কমানো-বাড়ানো কিংবা ট্রাক পরিবর্তন। এসবই স্বাচ্ছন্দ্যে হত নকিয়া নিওতে। গোলাকার কি-বোর্ডের পাশাপাশি কল দেয়া, কল রিসিভ করা, অফ-অন করা এবং ফোনবুক ঘাঁটাঘাঁটির জন্য এতে আলাদা কি আছে।
নকিয়ার সবচেয়ে দামি এই ফোনটির ডিসপ্লে ছিল রঙিন। ফোনটিতে ক্যামেরাও আছে। তবে সেটি পেছনে। তখনও সেলফি ক্যামেরার প্রচলন শুরু হয়নি।
The post অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ফিরে আসছে নকিয়া নিও appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া