হেল্প ডেস্ক, টেকজুম ডটটিভি// সম্প্রতি জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের নতুন আপডেটের কারণে ক্রোম ব্রাউজারে বাংলা লেখা দেখতে সমস্যা হচ্ছে। যুক্তবর্ণ ভেঙ্গে যাচ্ছে এবং ‘আকার’ ‘ই-কার’ প্রভৃতিও এলোমেলো হয়ে যাচ্ছে।
বাংলা দেখার এ সমস্যার সমাধান নিজেই করে নিন মাত্র এক মিনিটে। নিচে – টিউটোরিয়ালটি তুলে ধরা হলো- প্রথমে ক্রোম ব্রাউজারের মেন্যু থেকে সেটিংসে যেতে হবে।
এরপর ‘শো অ্যাডভান্সড সেটিংস’ সিলেক্ট করতে হবে।
তারপর ‘কাস্টমাইজ ফন্ট’- এ ক্লিক করলে নতুন একটি মেন্যু আসবে।
সেখান থেকে ‘Standard Font’ অপরিবর্তিত রেখে নিচের ‘solaimanlipi’ ও ‘solaimanlipi’ পরিবর্তন করে ‘solaimanlipi’ নির্বাচন করে ‘Done’ বাটনে ক্লিক করতে হবে।
যদি অভ্র ইন্সটল না থাকে তাহলে এখান থেকে ফন্টটি ডাউনলোড করে নেয়া যাবে।
সব কাজ শেষ হলে ব্রাউজটারটি রিস্টার্ট দিলেই বাংলা দেখে যাবে কোনো সমস্যা ছাড়াই।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া